এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেরা শেষ, তাপসের বাড়ি থেকে বড় জিনিস নিয়ে গেল ইডি! কি বললেন হেভিওয়েট?

জেরা শেষ, তাপসের বাড়ি থেকে বড় জিনিস নিয়ে গেল ইডি! কি বললেন হেভিওয়েট?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শুক্রবার সকাল থেকেই সকলের নজর ছিল খবরের দিকে। কারণ একেবারে সাত সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক তথা বর্ষীয়ান নেতা তাপস রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত পৌর নিয়োগ দুর্নীতি নিয়েই তাদের বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা বলে খবর। দীর্ঘক্ষণ ধরে তাদের বাড়িতে থাকেন অফিসাররা। কিন্তু কখন তারা বেরোবেন, সাথে করে কিছু নিয়ে বেরোবেন কিনা, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে 11 ঘণ্টা পর সেই তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এদিন তেমন কোনো কড়া পদক্ষেপ ইডি গ্রহণ না করলেও, তাপসবাবুর মোবাইল ফোন এবং বেশ কিছু নথি তারা সঙ্গে করে নিয়ে গিয়েছেন বলে খবর। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় দাবি করেছেন বর্ষীয়ান নেতা তাপস রায়।

প্রসঙ্গত, এদিন সুজিত বসুর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি গেলেও তাপস রায়ের বাড়িতে হঠাৎ করে তাদের পৌঁছে যাওয়া দেখে অনেকেই হতচকিত হয়ে পড়েন। অনেকেই বলতে শুরু করেন, তাপসবাবুর মত সৎ মানুষ, তার বাড়িতে কেন পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা? কিন্তু বেশ কিছু তথ্য তাদের জানার প্রয়োজন রয়েছে পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে। হয়ত সেই ব্যাপারেই তার কাছ থেকে তথ্য সংগ্রহের জন্যই কেন্দ্রীয় সংস্থা এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করতে শুরু করেছিলেন আর এক পক্ষ। তবে শেষ পর্যন্ত কি হয়, তার দিকে নজর ছিল রাজ্যবাসীর। অবশেষে 11 ঘণ্টা পর সেই তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে এলো ইডি আধিকারিকরা। আর তারপরেই তাপসবাবু জানালেন, তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তবে তার মোবাইল ফোন এবং বেশ কিছু নথি নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। আর এখানেই প্রশ্ন, তাহলে কি সেই নথি এবং মোবাইল ফোনের মধ্যেই রয়েছে গোপন তথ্য? আর তা থেকেই বড় রহস্য উদঘাটন হতে পারে! সেই কারণেই কি সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নতুন পথের সন্ধান পেতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি?

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, এটা তো কথাতেই আছে। তাপসবাবু সৎ মানুষ হতে পারেন। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ। তবে কেন্দ্রীয় এজেন্সির যা তথ্য জোগাড় করার, তারা তা সংগ্রহ করেছে। তাই হেনস্থার কথা বলে তৃণমূল নাটক করার চেষ্টা করলেও, রাজ্যের মানুষ এই দলকে বিশ্বাস করে না। কারণ তারা যে পরিমাণ চুরি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, তাতে মানুষ এদের থেকে মুক্তি পেতে চাইছেন। যদি তাপসবাবু কোনো ঘটনার সঙ্গে যুক্ত নাই থাকেন, তাহলে তার কোনো শাস্তি হবে না। কিন্তু যারা এই বিশাল নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদেরকে জেলে যেতে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, শিক্ষা নিয়োগ দুর্নীতি যেভাবে তৃণমূলের ওপর তলা থেকে শুরু করে নিচু তলার নেতাদের প্রশ্নবিদ্ধ করছে, ঠিক একই অবস্থা হবে এই পৌর নিয়োগ দুর্নীতির তদন্তে। সবে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মাঠে নেমেছে। তারা এখন তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছেন। সেই কারণেই মোবাইল ফোন এবং নথি নিয়ে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ভবিষ্যতে সেগুলো খতিয়ে দেখে আসল স্টেপটা কিছুদিনের মধ্যেই নিতে শুরু করবে তারা। আর তখনই বোঝা যাবে কে কত সাধু পুরুষ! দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!