এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বিতর্কের শিরোণামে বিজেপি বিধায়ক, জল্পনা তুঙ্গে

রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বিতর্কের শিরোণামে বিজেপি বিধায়ক, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় শাসন থেকে বিজেপিকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গিয়েছিলেন এবং এই সফরকালে তিনি একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেছিলেন। বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দোপাধ্যায়ের এবারের দিল্লি সফর সর্ব ভারতীয় রাজনীতিতে যথেষ্ট উল্লেখযোগ্য হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সারাদেশের বিজেপি বিরোধী শক্তিদের সক্রিয় করছেন, ঠিক সেসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষে বিদ্ধ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিজেপি বিধায়ক।

ইতিমধ্যেই বিধায়কের মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র চর্চা রাজনৈতিক মহলে। কার্যত ব্যক্তিগত পর্যায়ে এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। বালিয়ার বৈরিয়ার বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিংহ মমতা বন্দ্যোপাধ্যায়কে লঙ্কিনী বলে উল্লেখ করেছেন। প্রশ্ন উঠছে, কে এই লঙ্কিনী? লঙ্কিনী হল রামায়ণের একটি পৌরাণিক চরিত্র। রামায়ণে রাবণের রাজধানী লঙ্কায় প্রবেশ করতে গেলে লঙ্কিনীর সামনে দিয়ে প্রবেশ করতে হতো। কারণ সে ছিল দ্বার রক্ষার দায়িত্বে। কার্যত সেই চরিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনেছেন সুরেন্দ্র। পাশাপাশি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে তিনি ঔরঙ্গজেব বলে উল্লেখ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন অখিলেশ যাদবকে এ ধরনের কথা তিনি বললেন, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন সুরেন্দ্র সিংহ। তিনি জানিয়েছেন, সমাজবাদী পার্টির প্রাক্তন সুপ্রিমো মুলায়ম সিং যাদবের সঙ্গে অখিলেশ যাদবের সম্পর্ক ভালো নয়। আর সেই সূত্রে তিনি অখিলেশ যাদবকে ঔরঙ্গজেব বলেছেন। এর আগেও বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ একাধিক বিতর্কমূলক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এমনকি জোরদার করোনা সংক্রমণের সময় তিনি গোমূত্র পান করে ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুকে। স্বাভাবিকভাবেই সাথে সাথেই এই বিজেপি বিধায়ককে নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। অন্যদিকে উত্তরপ্রদেশের হাথরাসের যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, তাই নিয়েও মন্তব্য করেছিলেন এই বিজেপি বিধায়ক।

তিনি বলেন, মহিলাদের সংস্কারের অভাবে ধর্ষিত হন মহিলারা। যদি মার্জিত আচরণ করেন মহিলারা, তাহলে ধর্ষণ বন্ধ হবে। খুব স্বাভাবিকভাবেই সুরেন্দ্র সিংহের এই বক্তব্য আরও একবার তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবকে যেভাবে কটাক্ষ করে মন্তব্য করলেন সুরেন্দ্র যাদব, তাতে তিনি যে আবার খবরের শিরোনামে উঠে এলেন, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে সুরেন্দ্র যাদবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অখিলেশ যাদব কোন প্রতিক্রিয়া জানাননি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!