এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজের স্ত্রী-কন্যাকে পেটানোর ভিডিও আপলোড! প্রভাবশালী তৃণমূল নেতার পোস্ট ঘিরে তীব্র শোরগোল

নিজের স্ত্রী-কন্যাকে পেটানোর ভিডিও আপলোড! প্রভাবশালী তৃণমূল নেতার পোস্ট ঘিরে তীব্র শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন তৃনমূল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছিল। কিন্তু এবার এক তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রী এবং মেয়েকে মারধরের ভিডিও পোস্ট করে নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। জানা গেছে, জগৎবল্লভপুরের তৃনমূল নেতা মইনুল ইসলাম মোল্লা ফেসবুকে তার স্ত্রী এবং মেয়েকে মারধরের একটি ভিডিও পোস্ট করেন।

যেখানে তিনি লেখেন, “আমি আমার স্ত্রী মেয়েকে মারছি। কেমন লাগছে বন্ধুরা!” স্বাভাবিক ভাবেই নিজের সাংসারিক গন্ডগোল এইভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং নিজের স্ত্রী এবং মেয়েকে মারধর করে তৃণমূল নেতা কি বার্তা দিতে চাইলেন, এখন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। কেন এইভাবে নিজের স্ত্রী এবং মেয়েকে মারধর করছেন তিনি?

জানা গেছে, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মইনুল ইসলাম মোল্লা। যেখানে দেখা যায়, তিনি তার স্ত্রী এবং মেয়েকে মারধর করছেন। আর সেই ভিডিওর অপরপ্রান্ত থেকে এক মহিলা বলছেন, “আমাদের মারলে তোমার বিরুদ্ধে থানায় অভিযোগ করব।” স্বাভাবিক ভাবেই এই রকম একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে তিনি যদি ঘরের মহিলাদের প্রতি অত্যাচার করেন, তাহলে সেই নেতা মানুষের সঙ্গে কি ব্যবহার করবেন তা বোঝাই যাচ্ছে বলে দাবি করতে শুরু করেন সমালোচক মহলের একাংশ। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েন সেই তৃণমূল নেতা। তবে পরিস্থিতিকে ধামাচাপা দিতে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে যুক্তি খাড়া করতে শুরু করেছেন সেই মইনুল ইসলাম মোল্লা।

কেন তিনি এইরকম ভিডিও পোস্ট করলেন? এদিন এই প্রসঙ্গে সেই তৃণমূল নেতা বলেন, “ব্ল্যাকমেইল করতেই কেউ আমার ফেসবুক একাউন্ট হ্যাক করে আমার ওইসব ভিডিও পোস্ট করেছে।” কিন্তু যদি তার এই ঘটনাকে চক্রান্ত মনে হয়, তাহলে তিনি থানায় অভিযোগ জানাচ্ছেন না কেন? জানা গেছে, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সেই তৃণমূল নেতা। তবে এই গোটা ঘটনায় শাসকদল যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। কেন এবং কি কারণে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল! তা ভেবে পাচ্ছেন না কেউই। সব মিলিয়ে গোটা ঘটনায় তৃণমূল এবং তাদের দলের নেতা মইনুল ইসলাম মোল্লা যে ব্যাপক অস্বস্তির মুখে পড়ল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!