এখন পড়ছেন
হোম > রাজনীতি > শুভ্রাংশুকে বাঁচাতেই কি দিল্লিতে মুকুল ! কি বললেন বঙ্গ রাজনীতির চাণক্য !

শুভ্রাংশুকে বাঁচাতেই কি দিল্লিতে মুকুল ! কি বললেন বঙ্গ রাজনীতির চাণক্য !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে নিয়োগ দুর্নীতির ঘটনায় শুভ্রাংশু রায়ের নাম তোলার পরেই হঠাৎ করে দিল্লি চলে আসেন মুকুল রায়। যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয় রাজ্যজুড়ে। অনেকে বলতে শুরু করেন, ছেলেকে বাঁচাতে মুকুল রায় দিল্লি এসেছেন। অনেকে মুকুল রায়ের দিল্লি যাত্রাকে সেটিং বলে কটাক্ষ করেছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই সমস্ত বক্তব্যের জবাব দিলেন স্বয়ং মুকুল রায়। যেখানে তিনি কারওর হয়ে কোনো সেটিং করতে দিল্লি আসেননি বলে জানিয়ে দিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে মুকুল রায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বর্ষিয়ান নেতা বলেন, “এরকম কোনো ব্যাপার নেই। এসব একেবারে বাজে কথা, আমি নিজের কাজে দিল্লিতে এসেছি। কারওর হয়ে কোনো সেটিং করতে আমি আসিনি এবং কেউ আমাকে কিছু বলেওনি।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত সেটিং নিয়ে তোলা প্রশ্নের জবাব দিলেন মুকুল রায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!