এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বড়সড় সুখবর শোনালেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি! শীঘ্রই ৭০০ সরকারি পদে নিয়োগ? জানুন বিস্তারে

বড়সড় সুখবর শোনালেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি! শীঘ্রই ৭০০ সরকারি পদে নিয়োগ? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের মধ্যেই লকডাউনের সময়কালে বহু মানুষ চাকরি হারায় বলে শোনা যায়। আর এবার বেরোজগার মানুষদের জন্য রাজ্য সরকার শোনাল আশার খবর। শিলিগুড়ি থেকে স্বয়ং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন পর বনদপ্তরে লোক নেওয়া হবে নিচুতলায়। তবে বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে কর্মী নিয়োগের খবরের সাথে সাথেই শুরু হয়ে গেছে শাসক-বিরোধী চাপানউতোর। মঙ্গলবার শিলিগুড়িতে একটি ভেষজ বাগানের শিলান্যাস করতে আসেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আর সেখান থেকেই তিনি ঘোষণা করেন, এবার উত্তরবঙ্গের বনদপ্তরে নিচুতলায় 500 থেকে 700 কর্মী নিয়োগ করা হবে। এই কর্মী নিয়োগের সঙ্গে যোগসূত্র দেখছেন অনেকেই 2021 এর বিধানসভা নির্বাচনের। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরবঙ্গ সম্পূর্ণরূপে হাতের বাইরে চলে গেছে শাসকদল তৃণমূলের। একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে আবার ফিরে পেতে মরিয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সূত্রে উত্তরবঙ্গে শাসক দলের নেতা-নেত্রীদের গতিবিধি বেড়েছে। তার সাথেই বেড়ে চলেছে বিভিন্ন কর্মসূচি। অন্যদিকে বিরোধীরাও পিছিয়ে নেই। তাঁরাও লোকসভা নির্বাচনে যে প্রভাব বিস্তার করেছে উত্তরবঙ্গে তা টিকিয়ে রাখতে জোরদার পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কর্মী নিয়োগ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, বনকর্মী নিয়োগের সঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বনদপ্তরে এমনিতেই লোকবল কম, তাই রাজ্য ক্যাবিনেটের সিদ্ধান্তে এবার বনদপ্তরে রেঞ্জার থেকে ফরেস্ট গার্ড মিলিয়ে অন্তত 500 থেকে 700 কর্মী নিয়োগ হবে বলে তিনি জানান। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কর্মী নিয়োগ ঘোষণা প্রসঙ্গে রাজ্য বিজেপির উত্তরবঙ্গের নেতা রথীন বসু তীব্র কটাক্ষ সহযোগে জানিয়েছেন, তৃণমূল শিবির ভোট ব্যাংক দখল করার জন্য নিয়োগ সংক্রান্ত ভাওতা দিয়েছে।

তবে এদিন বিজেপি নেতা বলেন, রাজ্যে বিজেপি আগামী বছর ক্ষমতায় এলে অবশ্যই চাকরি হবে। তবে রাজনৈতিক মহলেও 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি কর্মী নিয়োগ নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। বিশেষজ্ঞদের মতে, বনমন্ত্রীর কর্মী নিয়োগ ঘোষণায় কিছুটা হলেও উত্তরবঙ্গে গেরুয়া শিবিরকে চাপে ফেলার কাজ করলো। আপাতত এই কর্মী নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে সেদিকে নজর রাখা হচ্ছে। উপরন্তু এ বছরের মধ্যে যদি কর্মী নিয়োগ হয় বনদপ্তরে, তাহলে নজর থাকবে উত্তরবঙ্গের জনগণ এবার তৃণমূলের ভোটবাক্স ভরায় কিনা ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!