এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনেকেই আছেন, নিজের বুথে জিততে পারেননি অথচ নেতা সেজে ঘুরে বেড়ান! বিস্ফোরক তৃণমূলের মন্ত্রী

অনেকেই আছেন, নিজের বুথে জিততে পারেননি অথচ নেতা সেজে ঘুরে বেড়ান! বিস্ফোরক তৃণমূলের মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী 2021 তৃণমূলের কাছে কার্যত অগ্নিপরীক্ষা। বিজেপি হাওয়াকে সম্পূর্ণরূপে ধুলিস্যাৎ করে ক্ষমতায় আসা তৃণমূলের পক্ষে সম্ভব হবে কিনা, তা নিয়ে ব্যাপক বিশ্লেষণ চলছে। ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। যার ফর্মুলা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি করতে হচ্ছে শাসক দলকে। বিভিন্ন জায়গায় সংগঠনে পরিবর্তন আনা হচ্ছে। কিন্তু তারপরেও গোষ্ঠী কোন্দল অব্যাহত।

তাই এই পরিস্থিতিতে একদিকে গোষ্ঠী কোন্দল আটকানো এবং অন্যদিকে সংগঠনকে শক্তিশালী করে বিজেপিতে কুপোকাত করা কতটা সম্ভব হবে শাসক দলের পক্ষে, তা সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছেই। অনেকে বলেন, তৃণমূলের সবথেকে বড় সমস্যা, এই দলের সবাই নেতা হতে চায়।

নিজের এলাকায় দলকে শক্তিশালী করা অপেক্ষা প্রতি এলাকার দায়িত্ব নিয়ে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যস্ত অনেকেই। তাই এর ফলে ধরে গোষ্ঠীদ্বন্দ্ব যেমন বাড়ে, ঠিক তেমনই সংগঠন শক্তিশালী হয় না। কিন্তু এবার যে যার বুথে দলকে জেতাতে পারবেন, তিনিই প্রকৃত নেতা বলে জানিয়ে দিবেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ।

সূত্রের খবর, বুধবার ভাতারের বামুনারা এলাকায় তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। আর সেই অনুষ্ঠানে উপস্থিত আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে কাজ করতে হবে, তার ফর্মুলা বাতলে দেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বপন দেবনাথ বলেন, “আগামী বিধানসভায় নিজের বুথকে জেতাতে হবে। তবেই আপনি নেতা। নিজের বুথে হেরে গিয়ে নেতা সাজার দরকার নেই। বিজেপি চক্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের পক্ষে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, শুধু সময়ের অপেক্ষা। আপনারা সকলে নিজের নিজের বুথ জিতিয়ে দিয়ে সেই সন্ধিক্ষণের শরিক হন।”

বলার অপেক্ষা রাখে না, বুথের সংগঠন যদি শক্তিশালী হয়, তাহলেই সেই দল সাফল্য লাভ করে। এতদিন তৃণমূল কংগ্রেস সেভাবে বুথের সংগঠন শক্তিশালী করার দিকে নজর দেয়নি। তবে প্রশান্ত কিশোর দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন। যার ফলে বিভিন্ন কর্মসূচিতে বুথস্তরের নেতা কেমন কাজ করছে, তার তথ্য জোগাড় করা হচ্ছে।

তাই এই পরিস্থিতিতে আগামী দিনে বিধানসভা নির্বাচনে সাফল্য পেতে ভালো করে যাতে সকলে কাজ করে, তার জন্য কড়া বার্তা দিলেন স্বপন দেবনাথ। কেননা বাস্তবে তৃণমূলের অনেক নেতারা নিজের সঙ্গে সংগঠনকে শক্তিশালী করার অপেক্ষা অন্য এলাকায় নাক গলাতে যান। যার ফলে বৃদ্ধি পায় সমস্যা। তাই সেই ঘটনা যাতে না ঘটে, তার জন্য এদিনের কর্মীসভা থেকে সকলকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী।

এদিনের এই কর্মীসভা থেকে গোষ্ঠী কোন্দল বন্ধ করতেও কড়া বার্তা দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, “যারা নিজের বুথে জিততে পারেননি অথচ নেতা সেজে ঘুরে বেড়ান, তারা কিসের নেতা! কর্মী সম্মেলন বা দলের সভায় কে ডাকল, কে ডাকল না, এইসব ভাববেন না। আপনি যদি তৃণমূলের নেতা বা কর্মী হন, তাহলে তৃণমূলের কোনো অনুষ্ঠান শুনলেই সেখানে দৌড়ে যাবেন। গোসা করে কেউ বসে থাকবেন না।”

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের সবথেকে বড় সমস্যা তাদের দলের অন্তর্কোন্দল। যার ফলে বিজেপি অনেক জায়গাতেই ফায়দা নিতে শুরু করেছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে সেই গোষ্ঠী কোন্দল যাতে বৃদ্ধি না পায়, তার জন্য এদিনের সভা থেকে বার্তা দিতে দেখা গেল স্বপন দেবনাথকে। সব মিলিয়ে হেভিওয়েট মন্ত্রী বার্তা কর্মীরা কতটা পুঙ্খানুপুঙ্খভাবে মান্যতা দিয়ে কাজ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!