এখন পড়ছেন
হোম > রাজ্য > ৩০-মের পর ফের লকডাউন রাজ্যে? সামনে এলো বড় তথ্য!

৩০-মের পর ফের লকডাউন রাজ্যে? সামনে এলো বড় তথ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক বছর আগে দীর্ঘ লকডাউনের মধ্যে দিয়ে যেতে হয়েছে গোটা রাজ্য তথা দেশবাসীকে। করোনা ভাইরাসের প্রথম ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছিল। যার জেরে সংক্রমণ আটকানোর জন্য লকডাউন ছাড়া অন্য কোনো অস্ত্র ছিল না প্রশাসনের কাছে। তবে দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করার পর যতটা সম্ভব লকডাউনকে এড়িয়ে যাওয়া হবে বলেই মনে করেছিলেন সকলে। এমনকি সরকারের গলাতেও সেই কথা শোনা গিয়েছিল। তবে বাংলার নির্বাচন শেষ হতে না হতেই অন্যান্য রাজ্য একগুচ্ছ বিধি নিষেধ করে যে পথে হেঁটেছে, সেই একই পথে হাঁটতে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে।

মূলত মে মাসের 30 তারিখ পর্যন্ত বাংলায় লকডাউনের দিন ধার্য করা হয়েছে। আর এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে আবার কি জুন মাসের প্রথম থেকে লকডাউন হবে, এখন এই প্রশ্ন নানা মহলে মাথাচাড়া দিচ্ছে। ইতিমধ্যেই একটি সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে। যার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে, করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে বিলীন করতে হলে জুন মাস থেকে আবার শুরু হবে লকডাউন।

বস্তুত, ইতিমধ্যেই বেশ কিছু দিন লকডাউন এবং একগুচ্ছ বিধিনিষেধের কারণে বাংলায় কিছুটা হলেও করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। গোটা দেশের করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। অনেকটাই বাড়তে শুরু করেছে সুস্থতার হার। তবে যদি মে মাসের 30 তারিখের পর রাজ্য সরকার সমস্ত রকম বিধিনিষেধ তুলে নেয়, তাহলে আবার জনসমাগম হতে শুরু করবে। রাস্তায় বেরোতে শুরু করবেন সাধারন মানুষ।

অনেক ক্ষেত্রেই গোটা পদ্ধতিকে ঢিলেঢালাভাবে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। যার ফলে আবার ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা ভাইরাস। তাই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা নিচের দিকে থাকলেও, সম্পূর্ণরূপে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামান্যতম জমায়েত বা রাস্তায় ভিড় বাড়লেই তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই আরও কিছুদিন দেশের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের মানুষকেও এই লকডাউনের মধ্যে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, হয়ত বা যদি আবার 30 তারিখের পর লকডাউনের মেয়াদ বৃদ্ধি পায়, তাহলে মানুষকে অনেকটাই কষ্টের মুখে পড়তে হবে। এমনিতেই দীর্ঘ লকডাউনের কারণে বিগত এক বছরে অর্থনৈতিক মেরুদণ্ড প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। কাজ হারিয়েছিলেন বহু মানুষ। আর এই পরিস্থিতিতে আবার দ্বিতীয় ঢেউ আসার কারণে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করা হয়েছে। বন্ধ সরকারি-বেসরকারি সমস্ত অফিস‌।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাজার, সবকিছুর ক্ষেত্রেই কড়াকড়ি করা হয়েছে। স্বভাবতই এক বছর যেতে না যেতেই আবার সেই তিক্ত স্মৃতি ফিরে আসায় কার্যত হতাশ সাধারণ মানুষ। কবে সমস্ত কিছু স্বাভাবিক হবে, এখন এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

আর তার মাঝেই দ্বিতীয় ধাপের এই ভাইরাস একগুচ্ছ বিধিনিষেধের কারণে কিছুটা হলেও নিম্নমুখী হওয়ায় তা সম্পূর্ণরূপে বিলীন করতে আবার মে মাসের 30 তারিখের পর নতুন করে লকডাউনের ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গে বলে আভাস দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। সব মিলিয়ে এই ব্যাপারে কি ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!