এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পদ হারালেন হেভিওয়েট তৃণমূল নেতা, জোর জল্পনা, জেনে নিন বিস্তারিত

পদ হারালেন হেভিওয়েট তৃণমূল নেতা, জোর জল্পনা, জেনে নিন বিস্তারিত


অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সীলমোহর পড়ল। পদ খোয়া গেল জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীর। বস্তুত, লোকসভা নির্বাচনে এবার তৃণমূল মোটে 22 টি আসন বাংলা থেকে দখল করেছে। আর দলের এই খারাপ ফলাফলের পেছনে সব থেকে বেশি দায়ী উত্তরবঙ্গ।

কেননা এখানে আটটি আসনের মধ্যে একটি আসনও দখল করতে পারেনি ঘাসফুল শিবির। আর এরপরই ফলাফল পর্যালোচনার বৈঠকে একাধিক জেলার সংগঠনে পরিবর্তন আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংগঠনের ক্ষেত্রে তৃণমূল নেত্রী পরিবর্তন আনলেও জলপাইগুড়ি জেলায় তৃণমূলের সভাপতি পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বিগত বেশ কয়েকদিন ধরে সেই সৌরভবাবুর ডানা ছাটা হতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে তাই হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার জলপাইগুড়ি ক্লাবের পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলোতে জেলা তৃণমূল নেতৃত্বের সাথে বৈঠক করেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেখানেই আলিপুরদুয়ারের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীকে জেলা তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হল সেই সৌরভবাবুরই ঘোর বিরোধী বলে পরিচিত প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যানীকে।

অন্যদিকে এদিন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হলো মৃদুল গোস্বামীকে। জানা যায়, এর আগে সৌরভ চক্রবর্তীকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সেখানে প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মনকে চেয়ারম্যান করা হয়েছিল।

আর এবার সেই সৌরভ চক্রবর্তীকে আরো কোণঠাসা করে তারই বিরুদ্ধ গোষ্ঠীর নেতা কৃষ্ণকুমার কল্যানীকে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি পদের দায়িত্ব দেওয়ায় জলপাইগুড়ি জেলা রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হয় কিনা, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!