এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধ্যায় সামলানোর দায়িত্ব যাঁকে দিয়েছেন মমতা, সেই সৌগতর বিশেষ বার্তা দিলীপের জন্য

শুভেন্দু অধ্যায় সামলানোর দায়িত্ব যাঁকে দিয়েছেন মমতা, সেই সৌগতর বিশেষ বার্তা দিলীপের জন্য


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিত্ব পদ ত্যাগ করেছেন। তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ছড়াচ্ছে রাজ্যজুড়ে। আবার গতকালই কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। এই পরিস্থিতিতে আজ কৈখালীর চা চক্র থেকে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি জানিয়েছিলেন যে, তৃণমূল সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তৃণমূল সরকারকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সরকার বলেও তিনি কটাক্ষ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, যে দল বিপর্যয়ের মোকাবিলা করতে পারেনা, তার ইস্তফা দেওয়া উচিত। এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বক্তব্য রাখলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়।

দিলীপ ঘোষকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, দিলীপ ঘোষ বোধহয় দিবাস্বপ্ন দেখছেন। নিজেকে তিনি পশ্চিমবঙ্গের রাজা বলে ভাবতে শুরু করেছেন। তাই এধরনের অবাস্তব কথা বলছেন তিনি। সাংসদ জানালেন যে, ডিজাস্টার ম্যানেজমেন্ট কথাটা হয়তো নতুন করে শিখেছেন দীলিপ ঘোষ। তাই, এ কথাটি কোথায় প্রয়োগ করতে হবে সেটাই ভুলে গিয়েছেন তিনি। এভাবেই দিলীপ ঘোষের ডিজাস্টার ম্যানেজমেন্ট কটাক্ষের মোক্ষম জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

রীতিমতো অঙ্ক দিয়ে সাংসদ সৌগত রায় বুঝিয়ে দিলেন যে, তৃণমূলে কোন ডিজাস্টার ঘটেনি। একজন মাত্র তৃণমূলের বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন, তাতে দলের কোনো ক্ষতি হয় নি। তিনি জানালেন যে, এখনো ২১৮ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে আছেন, লোকসভার সাংসদ আছেন ২২ জন, রাজ্যসভার সাংসদ আছেন ১৩ জন। তাই, মাত্র একজন বিধায়ক চলে গেলে ডিজাস্টার হয় না তৃণমূলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন যে, রাজ্যের শাসকদল তৃণমূলের ডিজাস্টার হবে না। কারণ, শুভেন্দু অধিকারী দল ছাড়বেন না। শুভেন্দু অধিকারীকে নিয়ে এখনো যথেষ্ট আশাবাদী আছেন তিনি। তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারী শুধুমাত্র মন্ত্রিত্ব ছেড়েছেন, বিধায়কপদ ছাড়েন নি, এমনকি দলের প্রাথমিক সদস্যপদও তিনি ছাড়েননি। তাই তাঁর সঙ্গে আলোচনার পথ এখনো খোলা আছে। যতক্ষণ শুভেন্দু অধিকারী তৃণমূলে আছেন, ততক্ষণ আলোচনা চালিয়ে যাবার পক্ষপাতী সাংসদ। ইতিমধ্যে তাঁর সঙ্গে দুবার বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর। তবে, বৈঠকে তেমন কাজ হয় নি বলেই সূত্রের দাবি।

তাঁকে যখন প্রশ্ন করা হয়েছিল যে, তাহলে শুভেন্দু অধিকারী সঙ্গে আলোচনা কেন চলছেনা দলের? এ প্রশ্নের জবাবে তিনি জানালেন যে, সম্প্রতি শুভেন্দু অধিকারীর মা খুব অসুস্থ আছেন। এ কারণে শুভেন্দু অধিকারী কলকাতায় আসতে পারছেন না। শুভেন্দু অধিকারী কলকাতায় এলেই আলোচনা হবে তিনি দাবি করেছেন। তাঁর কথায়, বিজেপির মনোবাসনা কোনদিনই পূরণ হবে না। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়বেন না। ফলে ডিজাস্টার ঘটার কোনো সম্ভাবনা নেই বলেই দাবি করলেন তিনি। তবে সাংসদ যাই দাবি করুন না কেন, শুভেন্দু অধিকারী আগামী দিনে কি সিদ্ধান্ত নিতে চলেছেন? তা একমাত্র তিনিই জানেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!