এখন পড়ছেন
হোম > জাতীয় > চিটফান্ড কাণ্ডের তদন্তে এবার উঠতে চলেছে ঝড়? ইডির শীর্ষস্তরের রদবদল ঘিরে শুরু চূড়ান্ত জল্পনা

চিটফান্ড কাণ্ডের তদন্তে এবার উঠতে চলেছে ঝড়? ইডির শীর্ষস্তরের রদবদল ঘিরে শুরু চূড়ান্ত জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির শীর্ষস্তরে একটা বড়সড় রদবদল ঘটানো হলো। কলকাতায় ইডির স্পেশাল ডিরেক্টর করা হল সৌরভ আগরওয়ালকে। অনেকে মনে করছেন যে, এর ফলে থমকে থাকা রাজ্যের বিভিন্ন চিটফান্ড মামলাগুলোর তদন্ত কার্যে গতি আসতে পারে। প্রসঙ্গত বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্তর ভার নিয়ে থাকে ইডি। পশ্চিমবঙ্গের বিভিন্ন চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পর এ বিষয়ে তদন্ত করতে নেমেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। সম্প্রতি, সারোদা, রোজভ্যালি সহ বিভিন্ন চিটফান্ড কাণ্ডের তদন্ত চলছে রাজ্যে।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন চিটফান্ড কাণ্ড নিয়ে ইডির তদন্ত চললেও, একাধিক কারণে বিভিন্ন মামলার চূড়ান্ত চার্জশিট এখনো পর্যন্ত পেশ করতে পারে নি ইডি। মাঝে মাঝে তদন্ত কাজ স্তব্ধ হয়েছে। ইতিপূর্বে কলকাতায় ইডির বেশ কিছু অফিসারকে বদলি করা হয়েছিল। ইডির সূত্রের খবর, আরো কয়েকজনকে নতুন করে কলকাতাতে আনার সম্ভাবনা আছে।

তবে শুধু কলকাতাতেই নয়, দেশের একাধিক শহরে ইডির দপ্তরের রদবদল চলছে। যেমন চেন্নাইয়ে স্পেশ্যাল ডিরেক্টর পদ থেকে সুশীল কুমারকে অপসারিত করা হলো। তাঁর স্থলাভিষিক্ত হলেন প্রশান্ত কুমার। সুশীল কুমারকে বদলি করা হল মুম্বাইতে। অন্যদিকে দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল নবীনকে, চন্ডিগড়ের দায়িত্ব নিতে চলেছেন এস রবিচন্দ্রণ ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই ইডির শীর্ষস্তরের রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে চিট ফান্ড সংক্রান্ত মামলায় গতি আসতে পারে বলে অনেকের ধারণা। আবার রাজ্যের চিটফান্ড সংক্রান্ত মামলায় গতি এলে রাজ্যের বহু রাঘবোয়ালের এই কাণ্ডে নাম জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে
বলে মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, শাসকদল তৃণমূলের বহু হেভিওয়েট নেতা-মন্ত্রী চিটফান্ড মামলার জালে জড়িয়ে পড়তে পারেন বলে জল্পনা আছে। আবার, ইতিপূর্বে শাসকদল তৃণমূলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী এই সূত্রে জেল যাত্রা করেছিলেন। কিন্তু বলা হয়ে থাকে যে, যে কয়েক জনের নামে অভিযোগ উঠেছিল তারা হিমশৈলের চূড়ামাত্র। তদন্ত আরো গভীরে গেলে অনেক বড় বড় রাঘববোয়াল ধরা পড়তে পারেন ইডির তদন্তের জালে।

তাই এই তদন্তের গতি এলে শাসক শিবিরের ঘুম উড়ে যেতে পারে। বিধানসভা ভোটের আগে যা বদলে দিতে পারে বহু সমীকরণকে। বদলে যেতে পারে রাজ্যের রাজনৈতিক চালচিত্র। যদিও, শাসক দল তৃণমূলের দাবি, তৃণমূলকে শায়েস্তা করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে থাকে বিজেপি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!