এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে বড়োসড়ো টেক্কা দেবার পথে এগোচ্ছে বিজেপি

তৃণমূলকে বড়োসড়ো টেক্কা দেবার পথে এগোচ্ছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ টি আসন দখল করেছিল। অন্যদিকে তৃণমূল দখল করেছিল ২২ টি আসন। সম্প্রতি দু’জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগদান করেছেন। ফলে সাংসদের আসন সংখ্যায় সমানে- সমানে পৌঁছেছে তৃণমূল ও বিজেপি। আবার, একজন তৃণমূল সাংসদ সম্প্রতি যোগদান করতে পারেন বিজেপিতে। ফলে, পশ্চিমবঙ্গ থেকে লোকসভা আসনে তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে বিজেপি।

প্রসঙ্গত, গত ১৯ সে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল কুমার মন্ডল। অন্যদিকে আজ বিজেপিতে যোগদান করলেন সাংসদ শিশির অধিকারী। এর ফলে বিজেপির সাংসদ সংখ্যা ১৮ থেকে বেড়ে দাঁড়ালো ২০। অন্যদিকে তৃণমূলের সাংসদ সংখ্যা ২২ থেকে কমে দাঁড়ালো ২০। ফলে তৃণমূল ও বিজেপির এখন রয়েছে সমান সংখ্যক সাংসদ। আবার, সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা রয়েছে দিব্যেন্দু অধিকারীর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংসদ দিব্যেন্দু অধিকারি যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, সেক্ষেত্রে তৃণমূলের সাংসদ সংখ্যা হয়ে দাঁড়াবে ১৯ ও বিজেপির হয়ে দাঁড়াবে ২১। ফলত, তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে যাবে বিজেপি। যদিও দিব্যেন্দু অধিকারি বিজেপিতে যোগদান করবেন কিনা? সে বিষয়ে এখনও তিনি কোনো স্পষ্ট কিছু জানাননি। তিনি জানিয়েছেন, বিজেপির তিনি আমন্ত্রণ পেয়েছেন, তবে এখনো এ বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। তবে, অনেকেই মনে করছেন, তাঁর বিজেপিতে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেকোনো সময় আরও একটি উইকেট পড়তে পারে তৃণমূলের।

অন্যদিকে, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মাত্র ৩ টি আসন দখল করেছিল বিজেপি। কিন্তু পরবর্তীকালে তৃণমূল ও অন্যান্য দল থেকে একাধিক বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন। যদিও কোন কোন বিধায়ক তাঁদের পদ ছেড়ে দিয়েছেন। সমস্ত কিছু নিয়ে এখন বিজেপির বিধায়ক সংখ্যা তিরিশের কাছাকাছি চলে গেছে। নির্বাচনের পূর্বে বিজেপি যেভাবে বিধায়ক সংখ্যা বৃদ্ধি করেছে, তা যথেষ্ট চমকপ্রদ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি।

আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে নিজেদের সাংগঠনিক শক্তিও বৃদ্ধি করতে পেরেছে বিজেপি। তৃণমূলের একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। অন্যদিকে, আজ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ইশতেহার প্রকাশিত হতে চলেছে। জানা গেছে বিজেপির ইশতেহারে সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের অঙ্গীকার থাকতে পারে, সেই সঙ্গে থাকতে পারে সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি, থাকতে পারে জাতীয় শিক্ষানীতি সহ একাধিক বিষয়। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে ইশতেহার প্রকাশ করবে বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!