এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিস্ফোরণ-কাণ্ডে গভীর সঙ্কটে মমতার সতীর্থ, পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে!

বিস্ফোরণ-কাণ্ডে গভীর সঙ্কটে মমতার সতীর্থ, পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েক মাস আগে গুরুতর আহত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। পরবর্তীতে দীর্ঘ সময়ে হাসপাতালে কেটেছে তার। 2021 এর বিধানসভা নির্বাচনে সেভাবে দলের হয়ে কাজ করতে পারেননি তিনি। যতটা সম্ভব হুইলচেয়ার করে প্রচারে অংশ নিয়েছিলেন জাকির সাহেব। এমনকি সাম্প্রতিক কালে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানেও তাকে উপস্থিত হতে দেখা গিয়েছিল।

তবে তার হাত-পা এখনও পর্যন্ত সুস্থ-সবল নয় এবং অন্যের উপর ভরসা করেই তাকে পথ চলতে দেখা যায়। আর এই পরিস্থিতিতে আরও সংকটজনক হয়ে উঠলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। জানা গেছে, আর পশ্চিমবঙ্গ নয়, এবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে তামিলনাড়ুতে। অর্থাৎ দিনকে দিন যে অবস্থা সংকটাপন্ন হয়ে উঠছে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার সকালেই তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দেবেন জাকির হোসেন। যেখানে তামিলনাড়ুর কোয়েম্বাটুর হাসপাতালে কসমেটিক সার্জারি হবে তার। এদিকে বোমা বিস্ফোরনের ঘটনার বহু দিন পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত তার তদন্ত ঠিকমত না এগোনো নিয়ে উষ্মা প্রকাশ করেছেন জাকির হোসেন। এদিন তিনি বলেন, “চার মাস পেরিয়ে গিয়েছে কিন্তু তদন্তের কোনো অগ্রগতি হয়নি। কেউ ধরা পড়েনি। যত দেরি হবে, ততই প্রমাণ লোপাট করার সুযোগ পেয়ে যাবে দুষ্কৃতীরা। মন্ত্রীর ওপর বোমা হামলার তদন্তে যদি এভাবে ঢিলেমি হয়, তবে সাধারন মানুষের ক্ষেত্রে কী ঘটবে, তা সহজেই অনুমেয়।” অর্থ্যাৎ তদন্তকারী সংস্থার উপর যে তার ভরসা নেই, তা কার্যত স্পষ্ট করে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

পর্যবেক্ষকরা বলছেন, একজন মন্ত্রীর ওপর বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। নিমতিতা স্টেশনের ঘটনা ঘটার পর থেকেই রীতিমত আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্যজুড়ে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। প্রায় বহুদিন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাকির হোসেন।

পরবর্তীতে ছাড়া পেলেও, পুরোপুরি সুস্থ হননি তিনি। আর এবার এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে তাকে রেফার করে দেওয়া হল তামিলনাড়ু কোয়েম্বাটুর হাসপাতালে। যাকে নিয়ে চিন্তা বাড়ছে জাকির সাহেবের পরিবার থেকে শুরু করে অনুগামীদের মধ্যে। সব মিলিয়ে কবে সুস্থ হয়ে ওঠেন জাকির হোসেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!