এখন পড়ছেন
হোম > রাজনীতি > মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক, বাড়ছে জল্পনা

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য ও দেশজুড়ে করোনা সংক্রমণ কালে মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার শিলিগুড়ির উপকণ্ঠে মিনি সচিবালয় উত্তরকন্যায় এসেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে মুখ্যমন্ত্রীর। গত বুধবার দার্জিলিং জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক চলছিল। কিন্তু এই জেলার প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পাননি দার্জিলিংয়ের জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বা। এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।

প্রশাসনিক বৈঠক আমন্ত্রণপত্র না মেলায় জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বা মুখ্যমন্ত্রীকে ইমেইল মারফত একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীকে পাঠানো এই প্রতিবাদপত্রে বিধায়ক লিখেছেন যে, তিনি একজন নির্বাচিত বিধায়ক, তাই মুখ্যমন্ত্রীর দার্জিলিং জেলার প্রশাসনিক বৈঠকে তাঁর আমন্ত্রণ পাওয়া তাঁর সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত। কিন্তু তাঁকে আমন্ত্রণ না করে মুখ্যমন্ত্রী সাংবিধানিক অধিকার ভঙ্গ করেছেন।

এ প্রসঙ্গে তিনি আরও লিখেছেন যে, এই বৈঠকে আমন্ত্রণ পেলে তিনি তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারতেন। সেই সঙ্গে এই এলাকার মানুষের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়গুলিও তিনি মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন। কিন্তু আমন্ত্রণ না মেলায় তিনি তা পারেন নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীকে লেখা জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বার এই প্রতিবাদপত্র সামনে আসার সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে গেছে পাহাড়ের রাজনৈতিক মহলে। প্রসঙ্গত পাহাড়ে উপযুক্ত উন্নয়নের অভাব, কর্মসংস্থানের অভাব, সহ নানাবিধ সমস্যা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। রাজ্য সরকার পাহাড়ের বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারেনি বলেও অভিযোগ উঠেছে। আর উপরে কিছুদিন আগে অভিযোগ আসে যে, পাহাড়ে নিজেদের সংগঠন বাড়াতে জিএলএফের কিছু সদস্যকে নিজ দলভুক্ত করছে তৃণমূল।

বেশ কয়েকবার আলাদা রাজ্যের দাবিতে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়। একাধিকবার আন্দোলনে স্তব্ধ হয়ে গেছে পাহাড়ের জন্য জীবন। কয়েকবছর আগেও যার আঁচ অনুভব করা যায়। সম্প্রতি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট জানিয়েছিলেন যে, পাহাড়ের সমস্ত মানুষ গোর্খাল্যান্ড নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত ও স্থায়ী সমাধানের আশা করে। সাংসদের এই বক্তব্যের পর থেকেই সরগোল শুরু হয়েছিল পাহাড়ের রাজনৈতিক মহলে। এই আবহে জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বাকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় আবার শুরু হয়েছে গুঞ্জন ও জল্পনার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!