এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লাফিয়ে বাড়ছে বিজেপির ভোট! একুশের যুদ্ধে তা কেড়ে নিয়েই বাজিমাতের মহা পরিকল্পনায় পিকে!

লাফিয়ে বাড়ছে বিজেপির ভোট! একুশের যুদ্ধে তা কেড়ে নিয়েই বাজিমাতের মহা পরিকল্পনায় পিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই রাজ্যে দাপট বাড়ছে ভারতীয় জনতা পার্টির। গত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে 18 আসন দখল করার পরেই তারা টার্গেট করে রেখেছে আগামী 2021 এর বাংলার বিধানসভা নির্বাচনকে। যেখানে সরকার গড়ার ব্যাপারে কার্যত আত্মপ্রত্যয়ী ভারতীয় জনতা পার্টি। তবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে গত লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পরই তৃণমূলের পক্ষ থেকে দলের রননীতিকার করা হয় বিশিষ্ট নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরকে।

আর এবার বিজেপিকে কুপোকাত করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় বসাতে পরিকল্পনা শুরু করে দিলেন সেই প্রশান্ত কিশোর। তবে যেখানে 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির 10.2 শতাংশ ভোট ছিল, সেখানে এত তাড়াতাড়ি কিভাবে তা 40% দাঁড়িয়ে গেল, তা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। তবে বিজেপির এই ব্যাপক ভোট বৃদ্ধির পেছনে আসল কারণ বের করতে শুরু করেছেন প্রশান্ত কিশোর। এক্ষেত্রে তিনি মনে করছেন যে হিন্দুরা একত্রিত হওয়ার কারণেই বিজেপির ভোট 30 শতাংশ বেড়ে গিয়েছে।

অর্থাৎ ধর্মীয় বিভাজনের মাধ্যমে ভোট রাজনীতিতে যে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে গত লোকসভা নির্বাচনে, তা কার্যত স্পষ্ট প্রশান্ত কিশোরের কাছে। অন্যদিকে 2011 এবং 2016 সালের বিধানসভা নির্বাচন অপেক্ষা 2019 সালে বাম এবং কংগ্রেসের ভোট অনেকটাই কমে গিয়েছে। আর তাদেরই ভোট পড়েছে ভারতীয় জনতা পার্টির দিকে। যার ফলে বিজেপি গত লোকসভা নির্বাচনে তাদের ভোট অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে বলে মনে করছেন বিশিষ্ট রাজনৈতিক রননীতিকার প্রশান্ত কিশোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে কীভাবে বিজেপির বিরুদ্ধে সমস্ত জনাদেশকে এক করে তৃণমূলের দিকে নিয়ে আসা যায়, তা প্রশান্ত কিশোরের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা গত লোকসভা নির্বাচনের পর দলের ভরাডুবি রুখতে সেই প্রশান্ত কিশোরের ওপরই ভরসা করতে শুরু করেছে রাজ্যের শাসক দল। তাই আগামী বিধানসভা নির্বাচনে তার রণকৌশলের মাধ্যমেই তৃণমূল তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে বলে দাবি একাংশের।

সেদিক থেকে এটা প্রশান্ত কিশোরের কাছে অগ্নিপরীক্ষা। তাই যেনতেন প্রকারেণ এখন তৃণমূলকে সাফল্য পাওয়ানোইয তার কাছে প্রধান লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন বিজেপির ভোট কোথা থেকে আসছে, তা দেখে নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, তার ব্যাপারে তৃণমূলকে বার্তা দিতে পারেন পিকে। ফলে শেষ পর্যন্ত তৃণমূল সাফল্য পাইয়ে দিতে বিজেপির ভোটব্যাংকে ধস নামাতে প্রশান্ত কিশোর কতটা সক্ষম হন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!