এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার দুর্গাপুজোতেও কড়া নজরদারি আয়কর দপ্তরের – ঘুম উড়তে পারে পুজো কমিটিগুলোর – জানুন বিস্তারিত

এবার দুর্গাপুজোতেও কড়া নজরদারি আয়কর দপ্তরের – ঘুম উড়তে পারে পুজো কমিটিগুলোর – জানুন বিস্তারিত

বাংলার দূর্গাপুজো আজ খ্যাতি অর্জন করেছে বিশ্বের দরবারে। বিগ বাজেটের পুজোগুলির বিশেষ আকর্ষণ হিসেবে ঠিক কী থাকছে তার জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকে আপামর বাঙালি। কোথাও লক্ষ তো কোথাও কোটির অংক ছাড়িয়ে দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিমা থেকে পুজো মণ্ডপে চমক দেন পুজো উদ্যোক্তারা। কিন্তু এবারে সেই বিগ বাজেটের পুজো কমিটিগুলোর কাছ থেকে কর আদায়ে উদ্যোগী হতে চলেছে আয়কর দপ্তর।

সূত্রের খবর, সম্প্রতি দিল্লি থেকে কলকাতার আয়কর ভবনে একটি নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে যে, বাংলায় যে সমস্ত বিগ বাজেটের দুর্গাপুজোগুলো হয়েছে, সেখানে ঠিকমতো কর জমা দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তবে যদি ঠিকমত এই কর না দেওয়া হয় তবে সেই পুজো উদ্যোক্তাদের যেমন কর দিতে হবে তেমনি এই ব্যাপারে পেনাল্টিও আদায় করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহ পর্যন্ত এই রাজ্য থেকে আয়কর আদায় হয়েছে প্রায় 22 হাজার 597 কোটি 60 লক্ষ টাকা। জানা গেছে বিগত বছরের তুলনায় এই কর আদায়ের বৃদ্ধির হার 5.4 শতাংশ হলেও গোটা দেশে সেই আয়কর বৃদ্ধির হার 14.2 শতাংশে রয়েছে।

ফলে কেন সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে এই আয়কর আদায়ের ক্ষেত্রে এতটা শিথিলতা চলছে তা নিয়ে প্রবল চিন্তায় পড়েছে আয়কর ভবন। আর তাই রাজ্য থেকে করের ঘাটতি মেটাতে এবার বিগ বাজেটের পুজো কমিটিগুলোর কাছ থেকে কর আদায়ে উদ্যোগী হচ্ছে আয়কর দপ্তর। কিন্তু এইখানেই অনেকের প্রশ্ন যে, ঠিক কীভাবে এই মন্দির কমিটিগুলোর কাছ থেকে কর আদায় করবে আয়কর বিভাগ?

জানা গেছে, মণ্ডপ তৈরি থেকে প্রতিমা তৈরি- পুজো কমিটিগুলোর এই সমস্ত খরচ আয়কর আইনের 194 সি এবং 194 জে ধারার আওতায় পড়ে। আর এই কমিটিগুলো এতদিন ঠিকমত টিডিএস জমা করছে কিনা সেই ব্যাপারে অতটা নজর রাখেনি আয়কর বিভাগ। কিন্তু এবার দিল্লি থেকে চাপ আসাতেই সেই পুজো কমিটিগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে আয়কর দপ্তরের কর্তারা।

এদিকে ঠিকমতো এই টিডিএস জমা না দিলে আয়কর দপ্তরের তোপের মুখে পড়তে হতে পারে পুজো কমিটিগুলোকে। তবে অনেকেরই সন্দেহ যে, সেই ক্ষেত্রে ঠিকমত হয়তো কলকাতার আয়কর কর্তারা পুজো কমিটিগুলির উপর এই আয়কর আদায়ে চাপ সৃষ্টি করতে পারবে না।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কেননা শহরের বেশ নামীদামী পুজো কমিটির মাথায় রয়েছেন হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। ফলে সেখানে আয়কর আদায়ের ক্ষেত্রে আদৌ কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করতে হয় কিনা রাজ্যের আয়কর দফতরের কর্তাদের – এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!