এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাথরাসের ঘটনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলার কর্মসূচি মমতার

হাথরাসের ঘটনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলার কর্মসূচি মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি উত্তরপ্রদেশে ঘটে গেছে এক নৃশংস ঘটনা। যেখানে এক দলিত তরুণীকে গণধর্ষণ করে তার দেহ পরিবারের হাতে না দিয়ে তার সৎকার করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিক ভাবেই উত্তরপ্রদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে এবং সেখানকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এরপর থেকেই সরব হতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তবে সামনে যখন 2021 এর বিধানসভা নির্বাচন, তখন বিজেপির বিরুদ্ধে এত বড় ইস্যু পেয়ে তৃণমূল কংগ্রেস যে পথে নামবে, সেই ব্যাপারটি নিশ্চিত ছিল বিশেষজ্ঞদের কাছে।

আর এবার দলিত তরুনীর ওপর আক্রমণের বিরুদ্ধে সরব হয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, হাথরাসের ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল চারটা থেকে কলকাতার রাজপথে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। যেখানে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তি পর্যন্ত সেই মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতির ফলে দীর্ঘদিন ধরে ময়দানে নামতে দেখা যায়নি বিভিন্ন রাজনৈতিক দলকে। তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় কর্মসূচি একুশে জুলাই থেকে শুরু করে 28 আগস্ট ভার্চুয়াল সভার মাধ্যমে বার্তা দিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার উত্তরপ্রদেশে নৃশংস ঘটনার প্রতিবাদে ময়দানে নেমে বিজেপি বিরোধিতার আওয়াজকে আরও সপ্তমে পৌঁছে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তৃণমূল নেত্রী রাস্তায় নেমে উত্তরপ্রদেশের এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করে বুঝিয়ে দিতে চাইছেন, যে বিজেপি বাংলায় সবথেকে বেশি অভিযোগ তোলে, সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশের নারীরা সুরক্ষিত নয়। আর তার কারণেই এত বড় নৃশংস ঘটনা ঘটেছে। 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনার মধ্যে দিয়ে প্রতিবাদ করে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কারণেই তার এই প্রতিবাদ কর্মসূচি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, শনিবার প্রতিটা জেলায় সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে সরব হবে তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা। আর তারপরেই প্রতিটি ব্লক এবং ওয়ার্ডে প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃংখলার অবনতি থেকে শুরু করে নারী নির্যাতন, বিভিন্ন বিষয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে পথে নামতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। কেন্দ্রের নেতারাও এই সমস্ত বিষয় তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে। কিন্তু এবার যেভাবে গোটা বিষয়ে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে দল এবং নিজে রাস্তায় নেমে প্রতিবাদের পদ্ধতিকে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে সেই বিজেপির দিকে আঙ্গুল তুলে আগামী বিধানসভা নির্বাচনের আগেই তিনি গেরুয়া শিবিরকে কোণঠাসা করতে উদ্যত হলেন বলেই দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!