এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ, আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ, আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের হাত ধরে কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কোর তরফে এসেছে বিশ্বসেরার স্বীকৃতি। আর এবার আবার বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে বিরল সম্মানে ভূষিত হতে চলেছে বাংলা তথা সমগ্র ভারতবর্ষ। নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বজুড়ে কাজ করা ইজরায়েলের ‘দি গোল্ডা মেয়ার মাউন্ট কারমেল ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার’ বা সংক্ষেপে এমসিটিসি তাদের এবারের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও শেষপর্যন্ত কাজের চাপে সেই আমন্ত্রণ মুখ্যমন্ত্রী গ্রহণ করতে পারবেন কিনা তা জানা যায় নি।
সূত্রের খবর, ইজরায়েলের বিদেশ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা প্রতিবছর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য বিশ্ববন্দিত মহিলা নেত্রীদের সম্মেলনে আমন্ত্রণ জানায়। আর কন্যাশ্রী প্রকল্পের জন্য বিশ্বসেরার স্বীকৃতি ছিনিয়ে নেওয়ায় এবার সেই সাম্মানিক আমন্ত্রণ এসে পৌঁছেছে কালীঘাটের টালির চালের বাসিন্দার কাছে। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠদের বক্তব্য, কন্যাশ্রী প্রকল্প যে বিশ্বের বিভিন্ন দেশে নারী শক্তিকরণের ক্ষেত্রে ক্রমেই মডেল হয়ে উঠছে, তার রূপকার বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোটা তারই দিক নির্দেশ করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!