এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মানুষ বিকল্প চাইছেন! তৃণমূল-বিজেপিকে একযোগে আটকাতে জোটের জট ছাড়াতে নেমে পড়লেন সোমেন-বিমানরা

মানুষ বিকল্প চাইছেন! তৃণমূল-বিজেপিকে একযোগে আটকাতে জোটের জট ছাড়াতে নেমে পড়লেন সোমেন-বিমানরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এককালে তারা দুই দল ভালো জায়গায় থাকলেও, কালের নিয়মে এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে গিয়েছে। বিরোধী আসন খুইয়ে ভোট ক্রমাগত কমতে শুরু করেছে তাদের। গত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 18 টি আসন দখল করার পর সেই বাম এবং কংগ্রেস আরও কোণঠাসা হয়ে গিয়েছে। এমত পরিস্থিতিতে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন বাংলায় তৈরি হয়েছে রাজনৈতিক সোরগোল। বিশেষজ্ঞরা বলছেন, এই লড়াইয়ে তেমনভাবে কোনো ফ্যাক্টর হবে না বাম এবং কংগ্রেস।

তবে মূল লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আর একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিরোধী দল বিজেপিকে অস্বস্তিতে ফেলতে এবার নিজেদের মধ্যেকার সমঝোতাকে আরও বেশি করে প্রাধান্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে চাইছে সেই বাম এবং কংগ্রেস।

জানা গেছে, বাম এবং কংগ্রেসের জোট নিয়ে এখন থেকেই শুরু হতে চলেছে আলোচনা। এক্ষেত্রে দুই দলের কাছাকাছি আসার ব্যাপারে 72 টি আসন নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, এই 72 টি আসনে 2016 সালে বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস জোটের প্রার্থীরা জয়লাভ করেছিলেন।

ফলে এবার ওই আসনগুলোতে জয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছে দুই শিবির। তাই আগে থেকে বৈঠক করে নিজেদের মধ্যকার সমঝোতা তৈরি করে নিতে চাইছে দুই পক্ষ। সূত্রের খবর, বুধবার প্রথম দফার বৈঠকে বসতে চলেছে কংগ্রেস এবং বাম নেতৃত্ব। কে কতগুলো আসন নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে, তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এখন বাম এবং কংগ্রেস যদি আসন সমঝোতা নিয়ে তাদের চূড়ান্ত আলোচনা সেরে না নেয়, তাহলে বিধানসভা নির্বাচনের সময় আস্তে আস্তে এই আসন নিয়ে তাদের মধ্যেকার মতানৈক্য তৈরি হবে। যা সামাল দিতে গিয়ে একসাথে লড়াই করা এবং তৃণমূল-বিজেপিকে কুপোকাত করা সম্ভব হবে না দুই শিবিরের। ফলে এখন থেকেই অতীতের মত যাতে কোনরকম দ্বন্দ্ব সৃষ্টি না হয়, তার জন্য একসাথে চলে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট এবং বিধান ভবন।

এদিন এই প্রসঙ্গে সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, “ভোট এখনও দেরি। এখনও গণৎকারের মত হিসেব-নিকেশের সময় আসেনি। তবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষকে একজোট করতে হবে।” পর্যবেক্ষকরা বলছেন, যেভাবে বাম এবং কংগ্রেসের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে, তাতে তারা এখন নিজেদের ভোট বাড়াতে বদ্ধপরিকর। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে এখন থেকেই আলোচনায় বসতে চলেছেন বিমান বসু-সোমেন মিত্ররা। তবে তাদের এই আলোচনা কতটা ফলপ্রসু হয়, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!