এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতাময়ী মমতা! কঠিন সময়ে মানুষের সুরক্ষায় মানবিক সিদ্ধান্ত রাজ্য সরকারের, উপচে পড়ছে প্রশংসা

মমতাময়ী মমতা! কঠিন সময়ে মানুষের সুরক্ষায় মানবিক সিদ্ধান্ত রাজ্য সরকারের, উপচে পড়ছে প্রশংসা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস তার দাপট অব্যাহত রেখেছে। যত দিন যাচ্ছে, তত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে সকলের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। তবে সার্জিক্যাল মাস্ক কিনতে 10 টাকাতে একদিন ব্যবহার করা যাচ্ছে। ফলে প্রতিদিন সেই মাস্ক কেনা অনেকের পক্ষেই সম্ভব না। তাই এমন অবস্থায় রাজ্যের মানুষের পাশে থেকে মাত্র চার টাকায় থ্রি প্লাই সার্জিকাল মাস্ক বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার।

সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জানানো হয়েছে, একাধিকবার ব্যবহার করার মত টু প্লাই পপলিন মাস্কও পাওয়া যাবে। এই মাস্কের দাম পড়বে 17 টাকা। অন্যদিকে হট টেপ ও ফুল টেপও পাওয়া যাবে। যার দাম পড়বে 460 টাকা এবং 430 টাকা। তবে আপাতত ভাবে মাস্ক সকলে কিনতে পারলেও, পিপিই শুধুমাত্র চিকিৎসকদের জন্য বলে জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বর্তমান সময়ে 4 টাকায় সুলভ মূল্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মাস্ক বাজারে আনার উদ্যোগকে রীতিমত স্বাগত জানাচ্ছেন সকলে। কেননা উচ্চবিত্ত পরিবারের অনেকেই করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে n95 মাস্ক ব্যবহার করছে। যার দাম আড়াইশো টাকার মতো। অনেকের ক্ষেত্রেই তা কেনা সম্ভব হচ্ছে না। তাই এই পরিস্থিতিতে চার টাকার মাস্ক বাজারে এনে রাজ্য সরকার মধ্যবিত্ত এবং গরীব মানুষদের অনেকটাই উপকার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কারণ বর্তমান পরিস্থিতিতে কতদিন পর্যন্ত এই মাস্ককে সঙ্গী করে এগোতে হবে, তা কেউ জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত বাইরে বের হলেই মাস্ক পড়ুন। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলেই মনে করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!