এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আফগানিস্তান-তালিবান এর নতুন মোড়! লড়াই জারি রাখার হুঁশিয়ারি আফগানিস্তান ভাইস প্রেসিডেন্টের !

আফগানিস্তান-তালিবান এর নতুন মোড়! লড়াই জারি রাখার হুঁশিয়ারি আফগানিস্তান ভাইস প্রেসিডেন্টের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 15 ই আগস্ট এর পর তালিবান গোষ্ঠী আফগানিস্তান দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং দখলে চলে যায় তালেবান গোষ্ঠীর হাতে , তবে এবার এক নতুন মোড় নিল আফগানিস্তান ও তালেবান গোষ্ঠী প্রসঙ্গের । আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ তিনি নিজেকে আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি তাদের কাছে কোন রকম ভাবে মাথা নোয়াবেন না এই প্রসঙ্গে তিনি টুইট করেছেন যে  “আফগানিস্তানের সংবিধান অনুযায়ী যদি প্রেসিডেন্ট মারা যায়, পালায় বা পদত্যাগ করে তবে ভাইস প্রেসিডেন্টই অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। আমি এখন দেশের মধ্যে আছি। আমিই প্রেসিডেন্টের দায়িত্ব সামলাব।” অন্যদিকে  তালিবানের তরফে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছেন মোল্লা আব্দুল গনি বরদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!