এখন পড়ছেন
হোম > জাতীয় > 15 ই আগস্ট দূরের কথা, এ বছরেই বেরোবে না করোনার টিকা? সরকারি প্রবন্ধেই জল্পনা উঠল চরমে!

15 ই আগস্ট দূরের কথা, এ বছরেই বেরোবে না করোনার টিকা? সরকারি প্রবন্ধেই জল্পনা উঠল চরমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দেশ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15 ই আগস্ট। আর 2020 সালের 15 আগস্ট করোনা থেকে দেশ মুক্তি পাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ ভয়াবহ এই ভাইরাস সারা ভারতবর্ষে দাপট চালালেও, তার কোনো প্রতিষেধক এতদিন আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত 15 আগস্টের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হবে বলে নানা মহলের তরফে জানানো হয়েছিল।

কিন্তু অবশেষে সেই জল্পনায় হয়ত জল পড়ে গেল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বিজ্ঞান মন্ত্রকের প্রেস রিলিজের একটি প্রবন্ধ সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে যায়। যেখানে পরোক্ষে জানিয়ে দেওয়া হয় যে, 15 আগস্টের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আশা আদৌ সম্ভব নয়। আর সরকারি প্রবন্ধে এই ধরনের বক্তব্য প্রকাশ্যে আসার পরেই এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা দেশে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের বায়োটেক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আগামী 15 আগস্টের মধ্যে দেশবাসীর জন্য করোনা টিকা আনা হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। যার ফলে নানা মহলে তৈরি হয়েছিল আশার আলো। কিন্তু এদিন ফের একটি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ সেই আশাতে জল ঢেলে দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে বলা হয়েছে, “ভারত বায়োটিক সংস্থার করোনা ভ্যাকসিন এবং জাইডাস ক্যাডিলা সংস্থার জাইকড-ডি টিকা মানবদেহে প্রয়োগের মুখে দাঁড়িয়ে। যা করোনা সংক্রমনের মুখে কালো দিগন্তে রুপোলি রেখা। তবে 2021 এর আগে এই টিকাগুলো জনগণের মধ্যে প্রয়োগ করার জায়গায় পৌঁছাবে না।” আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, তাহলে কি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে আইসিএমআরের মতপার্থক্য রয়েছে? আর তাই আইসিএমআরের পক্ষ থেকে এই ব্যাপারে আশার আলো শোনানো হলেও, বিজ্ঞান মন্ত্রকের পক্ষ থেকে সেই ব্যাপারে অন্য কথা শোনায় রীতিমত হতাশা সৃষ্টি হল গোটা দেশে।

এদিন এই প্রসঙ্গে ইন্ডিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সের সভাপতি তথা গবেষক পার্থপ্রতিম মজুমদার এক বিবৃতিতে লেখেন, “যে সময়সীমা বলা হচ্ছে, তা অবাস্তব। দেশের মানুষকে অযথা আশা দেখানো হচ্ছে গবেষণার সময় প্রথম ধাপে টিকার নিরাপত্তা, দ্বিতীয় ধাপে সেটির কার্যকারিতা এবং তৃতীয় ধাপে কয়েক হাজার স্বেচ্ছাসেবকের উপর প্রয়োগ করে নিরাপত্তা ও কার্যকরীতা দেখা হয়, যা সময় সাপেক্ষ‌। তাছাড়া একটি পরিপূর্ণ বিশ্লেষণ করে দেখে পরবর্তী ধাপে দেওয়া হয়। তাই আগে থেকে সময় বেঁধে দেওয়া অযৌক্তিক এবং নজিরবিহীন।”

সব মিলিয়ে 15 আগস্টের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হবে বলে জানানো হলেও, এবার সেই জল্পনাকে সম্পূর্ণরূপে যেভাবে উড়িয়ে দেওয়া হল, তাতে রীতিমত এই ভাইরাসের প্রতিষেধক নিয়ে চিন্তা বাড়ছে সকলের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!