এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজগঞ্জের দুটি বুথে ফের হতে চলেছে পঞ্চায়েত ভোট

রাজগঞ্জের দুটি বুথে ফের হতে চলেছে পঞ্চায়েত ভোট

পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের যৌথ সিদ্ধান্তে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন একদফায় আয়োজন স্থির হয়। সেই মতো গত ১৪ ই মে সারা রাজ্যে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। কিন্তু ঐ দিন বিভিন্ন বিচ্ছিন্ন সন্ত্রাস এবং হানহানির ঘটনায় এবং তদুপরি বিরোধীদের দাবিতে বুধবারই রাজ্যের ৫৭২ টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঐদিনেও সন্ত্রাসের ধারা অব্যাহত থাকার কারণে জলপাইগুড়ির রাজগঞ্জের ১৮৯(১) ও ১৮৯(২) বুথে রবিবার পুনর্নির্বাচনের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। পুর্নির্বাচনের দিন বুধবার ঐ দুটি বুথে কোনো সমস্যা দেখা না গেলেও আজ শুক্রবার ভোট গণনার সময়ে এই দুই বুথের ব্যালট ছিনতাই-এর অভিযোগ ওঠে। যে কারোনে সেখানে ভোট গণনা স্থগিত রাখতে হয়। এলাকার বিরোধী দলের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট কিছু দুষ্কৃতি দলের স্থানীয় এক নেতার নেতৃত্বে এই কাজ করেছে। এই ঘটনার কথা উল্লেখ করে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে পেশ করা জেলা শাসকের নোটিশেও ব্যালট ছিনতাইয়ের কথা বলা ছিলো। কমিশন এই বিষয়টি তদন্ত করে দেখে সংশ্লিষ্ট দুই বুথের দ্বিতীয়বার পুনর্নির্বাচনের নির্দেশ দিলো। রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জের ওই দুই বুথে ফের ভোটগ্রহন করা হবে। এবং আগামী সোমবার ফল ঘোষণা করা হবে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!