এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বোলপুরের সভা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বোলপুরের সভা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বীরভূম সফরে এসে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, বিশ্বভারতী পুরোপুরি বহিরাগতদের দখলে চলে গেছে। তিনি জানালেন, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাংলার গর্ব, বাঙালির গর্ব। বাংলার সংস্কৃতিকে বারবার টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। তিনি জানালেন যে, তাঁকে যেমন রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে, তেমনি টার্গেট করা হচ্ছে অমর্ত্য সেনের মতো মানুষদের।

তিনি অভিযোগ করেছেন যে, বাংলার সংস্কৃতির মেরুদন্ড ভেঙ্গে দেবার চেষ্টা করা হচ্ছে। বহিরাগত ইস্যুতে তিনি জানালেন যে, দেশের মানুষকে তিনি বহিরাগত বলছেন না। কিন্তু বিজেপি বহিরাগত মানসিকতা এ রাজ্যে আমদানি করেছে। এই মানসিকতা নিয়েই বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দেবার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, বাংলার সংস্কৃতির মেরুদন্ড এভাবে ভেঙ্গে দেবার চেষ্টা করলে, তাঁরা কখনোই চুপচাপ থাকবেন না।

অন্যদিকে, আজ জামবুনিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, বিরোধী রাজনৈতিক মতাদর্শকে ডান্ডা দিয়ে উড়িয়ে দিতে চাইছে বিজেপি। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি বিকৃত তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে বাংলার সংস্কৃতির মেরুদন্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাই তারা বারবার ভুলভাল কথা বলছে। কখনো বিজেপি বলছে, রবীন্দ্রনাথের জন্ম বোলপুরে। তিনি জানালেন যে, বিজেপি জোড়াসাঁকোর নামটাই জানে না। একের পর এক ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ৬০ নম্বর জাতীয় সড়ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন যে, জাতীয় সড়কের কাজ না হলে ঘেরাও করতে। কেন্দ্র কেন কাজ করছে না, তার পোস্টার লাগাতে। কেন কাজ হচ্ছে না, তার বিরুদ্ধে মিটিং, মিছিল করতে, ঘেরাও করতে বললেন তিনি। তিনি জানালেন যে, কেন্দ্র যদি না পারে, তবে রাজ্যকে ফেরত দেওয়া হোক। এ প্রসঙ্গে বিজেপির বক্তব্য, জাতীয় সড়কের ব্যাপারে উস্কানি না দিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের সঙ্গে কথা বলুন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী জানালেন যে, কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকে তিনি সমর্থন করছেন। বাংলার মর্যাদা ভেঙ্গে দেবার চেষ্টা করলে তিনি তা সহ্য করবেন না। বোলপুরের সভায় দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্প পাড়ায় পাড়ায় সমাধান এর কথা তিনি ঘোষণা করলেন। তিনি জানান যে, এখন থেকে রাজ্য সরকার তৃণমূল স্তরে নেমে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!