এবার স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী রাজ্য December 28, 2017 .’যৌন নির্যাতন’ শব্দটি ধীরে ধীরে গ্রাস করছে তিলোত্তমা থেকে শুরু করে গ্রামাঞ্চলের অচেনা গলিকেও।রোজই এই বিষয়টি খবরের পাতায় লেখার কালির মতো নিজের জায়গা করে নিচ্ছে।আজকাল তো ধর্ষকের হাত থেকে রেহাই পাচ্ছেন না ছোটছোট খুদেরাও।আবার কিছু সময় শিক্ষকই ভক্ষকের কাজ করছেন।তাই সাধারণ অভিভাবকদের এখন ভয় যার হাতে নিজের সন্তানের শিক্ষার কান্ডারি দিয়েছেন সেই না তার অপব্যবহার করে।এই সকল বিষয়ের উপর চিন্তা করেই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্য এক নয়া নির্দেশ জারি করেছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যারের নির্দেশ অনুযায়ী সকল পৌরসভা পরিচালিত বিদ্যালয়গুলিতে সিসিটিভি বসানো হবে।সকল সিদ্ধান্তকে কার্যকর করবার জন্য কলকাতা পৌরসভার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।এছাড়াও ছোট ছোট পুড়ুয়াদের দেখাশোনার জন্য আয়াও নিযুক্ত করছে কলকাতা পৌরসভা।স্কুল ইন্সপেক্টর থাকবেন পরিশর্দনের জন্য।এই কড়া পদক্ষেপের মূল কারণ হল খুদেদের নিরাপত্তা।খুব দ্রুতই এই পরিকল্পনাকে লগু করা হবে পৌরসভা পরিচালিত বিদ্যালয়গুলিতে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিকমহল থেকে অভিভাবকরা। আপনার মতামত জানান -