এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পেগাসাস ইস্যু নিয়ে একাধারে তৃণমূল ও কংগ্রেস শিবিরকে প্রবল কটাক্ষ হেভিওয়েট বিজেপি নেতার

পেগাসাস ইস্যু নিয়ে একাধারে তৃণমূল ও কংগ্রেস শিবিরকে প্রবল কটাক্ষ হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পেগাসাস ইস্যুতে সরগরম হয়ে উঠেছে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী শিবির। সংসদে যেমন পেগাসাস নিয়ে ব্যাপক শোরগোল চলছে, অন্যদিকে তেমনি পেগাসাস নিয়ে তদন্ত করতে গতকাল একটি তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কমিশনকে ছ মাসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। এই ইস্যুতে এবার তৃণমূলকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

পেগাসাসের তদন্তের উদ্দেশ্যে গঠিত তদন্ত কমিশন সম্পর্কে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন যে, এই কমিটির কোনো গুরুত্ব নেই। রাজ্য সরকারের কিছু আধিকারিকদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা থেকে নজর ঘুরিয়ে দিতে ও বাদল অধিবেশনকে বানচাল করে দিতে এই সমস্ত কাজ করা হচ্ছে। আবার পেগাসাস ইস্যুতে কংগ্রেস ও তৃণমূল শিবিরের কাছাকাছি আসার বিষয়টি নিয়ে কটাক্ষ করে তিনি জানালেন যে, এটা হল কসাইয়ের ছাগল পোষা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য আরও জানালেন যে, বিজেপিতে থাকবার সময়ে মুকুল রায় বহুবার রাজ্য সরকারের বিরুদ্ধে ফোনে নজরদারি করার অভিযোগ করেছিলেন। আবার বিজেপি নেতা রাহুল সিনহা ফোনে নজরদারি করা হয়েছে বলে, থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অন্যদিকে, সম্প্রতি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন যে, জাতীয় রাজনীতির স্বার্থে বিজেপি বাদে যেকোনো দলের পাশে থাকতে প্রস্তুত রয়েছে সিপিএম।

এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, সিপিএমের বিরোধিতা করে ক্ষমতায় এসেছে তৃণমূল। দুর্ভাগ্য হোক অথবা সৌভাগ্য হোক, বিমান বসু সেই তৃণমূলের নেতৃত্ব মেনে নিয়েছেন। তিনি কটাক্ষ করে জানালেন, তবে বিমান বসু যদি একুশে জুলাইয়ের দিনে হাতজোড় বলতেন, ” মা গো ক্ষমা করো” তাহলে ভালো হতো। তিনি জানান, মুজাফফর আহমেদ, হরেকৃষ্ণ কোনার, জ্যোতি বসুর দল একটা ঔদ্ধত্যের কাছে আত্মসমর্পণ করেছে।

পেগাসাস নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, পেগাসাস খায়? না মাথায় দেয়? তা জানেন না সাধারণ মানুষ। এটা কোন বিষয় নয়। আবার কংগ্রেস-তৃণমূল জোটের সম্ভাবনা নিয়ে তিনি জানিয়েছেন যে, সিপিএমের হাত ধরেছিল কংগ্রেস। আর সিপিএমের কি অবস্থা হয়েছে, তা সকলেই দেখতে পাচ্ছেন। এখন তৃণমূলের হাত ধরার চেষ্টা করছে কংগ্রেস। তৃণমূলের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!