এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের প্রার্থী তালিকায় কম সংখ্যালঘু মুখ, বিজেপিই কি আসল কারণ! বাড়ছে জল্পনা

তৃণমূলের প্রার্থী তালিকায় কম সংখ্যালঘু মুখ, বিজেপিই কি আসল কারণ! বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যালঘুদের সবসময় তোষন সঙ্গে করা হয়, এই অভিযোগ দীর্ঘদিনের। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা বারবার এই অভিযোগ করেছেন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ বরাবর অস্বীকার করা হয়েছে। তবে তৃণমূল এই অভিযোগকে যতই অস্বীকার করুক না কেন, তাদের গা থেকে তোষনের তকমা মুছতে দেখা যায়নি। আর এই পরিস্থিতিতে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় 291 টি বিধানসভা কেন্দ্রে নিজের দলের প্রার্থী ঘোষণা করলেও, লক্ষণীয়ভাবে সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা অনেকটাই কমতে দেখা গেল।

জানা গেছে, গতবার তৃণমূলের পক্ষ থেকে 57 জন সংখ্যালঘু প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু এবার তা কমে দাঁড়িয়েছে 42 জনের মত। অর্থাৎ গতবারের চেয়ে 15 জন সংখ্যালঘু কম রয়েছে  বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই হঠাৎ করে কেন তৃণমূলের পক্ষ থেকেই সংখ্যালঘু মুখদের প্রার্থী করার দিক থেকে কমিয়ে দেওয়া হল, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা।

ইতিমধ্যেই এই গোটা বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে বলছেন, হিন্দু ভোট নিয়ে সবথেকে বেশি মাতামাতি করে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে তৃণমূল যদি বেশিরভাগ আসনেই সংখ্যালঘু প্রার্থীকে দাড় করায়, তাহলে অনেকটাই সুবিধে হবে ভারতীয় জনতা পার্টির। এক্ষেত্রে ধর্মীয় মেরুকরনের সুযোগ নিয়ে তৃণমূল প্রার্থীকে পরাজিত করার দিক থেকে হিন্দু ভোট নিজেদের দিকে আনতে শুরু করবে গেরুয়া শিবির। যার ফলে অস্বস্তি বাড়বে ঘাসফুল শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে অনেক সংখ্যালঘু মুখকে প্রার্থী করার জল্পনা তৈরি হলেও, শেষ মুহূর্তে অনেক আসলেই কাটছাঁট করা হয়েছে। প্রার্থী হওয়ার স্বপ্ন দেখলেও অনেকেই তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেননি। যার ফলে অনেক সংখ্যালঘু তৃণমূল নেতার মধ্যে তৈরি হয়েছে বিক্ষোভের আগুন। যা সামাল দিতে তৃণমূলকে অনেকটাই কাঠ-খড় পোড়াতে হবে বলেই মনে করা হচ্ছে।

তবে বিজেপির চাপে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছে বলে একাংশ দাবি করলেও, সেই যুক্তি মানতে নারাজ ঘাসফুল শিবিরের অনেকে। তাদের পাল্টা দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে সমানভাবে দেখেন। তাই সামঞ্জস্য বজায় রেখে সব ধর্মের মানুষদের প্রার্থী করে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।

তবে তৃণমূলের একাংশ এই কথা যতই বলুক না কেন, বিজেপির হিন্দু ভোট পাওয়ার জন্য এখন মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। আর সেই কারণেই শেষ পর্যন্ত অনেক আসনের সংখ্যালঘু মুখ দেওয়ার কথা থাকলেও, তা কাটছাঁট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!