এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরের আরেক প্রার্থী এবার বেসুরো, বিজেপিতে কি আবার ভাঙন?

গেরুয়া শিবিরের আরেক প্রার্থী এবার বেসুরো, বিজেপিতে কি আবার ভাঙন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে দলবদল করেছিলেন অনেকেই। তাঁদের মধ্যে যেরকম মন্ত্রী, বিধায়করা ছিলেন সেরকম দলের নিচুতলার কর্মীরাও ছিলেন। কিন্তু শুধু তৃণমূল থেকেই যে বিজেপিতে গিয়েছে তা নয়, সিপিএম থেকেও দল ভেঙে বিজেপিতে চলে গিয়েছিলেন কেউ কেউ। তার মধ্যে অন্যতম হলেন রিঙ্কু নস্কর। কলকাতা পুরসভার একটানা 15 বছরের এই কাউন্সিলর ভোটের কিছুদিন আগে সিপিএম ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। পুরস্কার স্বরূপ তাঁকে যাদবপুরের বিজেপি প্রার্থী করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বামেদের তরফ থেকে ছিলেন হেভিওয়েট প্রার্থী সুজন চক্রবর্তী।

কিন্তু যাদবপুর থেকে বাম এবং বিজেপি দুই প্রার্থীরই হার হয়েছে। এবং জিতেছেন তৃণমূলের দেবব্রত মজুমদার। অনেকেই যাদবপুরে বামেদের হারের জন্য রিঙ্কু নস্করকে দায়ী করেছেন। ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই রিঙ্কু নস্করকে আর বাইরে দেখা যাচ্ছেনা। খাতায় কলমে তিনি ওয়ার্ড কোঅর্ডিনেটর হয়ে থাকলেও বর্তমানে শুধুমাত্র গৃহবন্দি জীবন কাটাচ্ছেন তিনি। 102 নম্বর ওয়ার্ডের পুরসভা সংক্রান্ত কোন কাজে তাঁর দেখা মিলছেনা। এরই পরিপ্রেক্ষিতে রিঙ্কু পাল্টা জানিয়েছেন, তাঁর ওয়ার্ড অফিস দখল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে লড়াই করে ওয়ার্ড অফিস নিজের করতে গেলে তাঁর পাশে কেউ দাঁড়াবে না বলে তিনি অভিযোগ করেছেন।

অন্যদিকে রিংকুর অভিযোগের তীর যে তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের দিকে সে কথা স্পষ্টভাবে না বললেও বোঝা যায়। পাল্টা দেবব্রত মজুমদার রিঙ্কু নস্করের এই অভিযোগের উত্তরে জানান, যে ওয়ার্ড অফিস নিয়ে রিঙ্কু নস্কর কথা বলছেন সেই ওয়ার্ড অফিসে পুরসভার আধিকারিকরা বসছেন নিয়মিত। দেবব্রত মজুমদার পাল্টা জানিয়েছেন, রিঙ্কু নস্কর যেহেতু নিজের এলাকায় তৃতীয় হয়েছেন তাই তিনি নিজের ওয়ার্ডে ঢুকতে পারছেন না। সেটা রিঙ্কু নস্করের ব্যর্থতা। কোন ওয়ার্ড অফিস দখল হয়নি বলেই জানিয়েছেন তৃণমূল বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ভোটের আগে রিঙ্কু নস্করের হয়ে প্রচারে আসতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। কিন্তু শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতা হলেও রিঙ্কু নস্কর একেবারেই দলের এককোণে পড়ে রয়েছেন। দলের বিরুদ্ধে অভিযোগের সুরে তিনি জানিয়েছেন, রাজ্য স্তরের কোন শীর্ষ নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি, ফোনও করেননা। বিজেপিতে যোগ দেওয়ার পরেও দলের সাংগঠনিক কাজের দায়িত্ব তাঁকে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। তাঁর গলায় দলের প্রতি ক্ষোভ স্পষ্ট।

অন্যদিকে সিপিএমের প্রতি এখনো আবেগতাড়িত হয়েও অভিযোগ দলের ওপর বিমান বসু বা মহম্মদ সেলিমদের মতন নেতারা জোর করে পার্টির মত চাপিয়ে দেয়। যদিও মহম্মদ সেলিম কিংবা বিমান বসু রিঙ্কু নস্করের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আপাতত রিঙ্কু নস্কর বিজেপিতে থাকবেন নাকি দল পরিবর্তন করবেন, সে কথাও স্পষ্ট জানাননি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, রিঙ্কু নস্করের সাথে যদি গেরুয়া শিবির বিবাদ না মেটায়, তাহলে আগামী দিনে আরেকজন বিজেপি কর্মীর দল ছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!