এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্থমন্ত্রী নন, রাজ্য বাজেট পেশ করবেন শিল্পমন্ত্রী, অমিত মিত্রের অনুপস্থিতিতে জল্পনা!

অর্থমন্ত্রী নন, রাজ্য বাজেট পেশ করবেন শিল্পমন্ত্রী, অমিত মিত্রের অনুপস্থিতিতে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট পেশ করেননি অর্থমন্ত্রী অমিত মিত্র। আর এবার তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বাজেটও পেশ করতে দেখা যাবে না তাকে। মূলত, করোনা পরিস্থিতির কারণে বর্তমানে গৃহবন্দি রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হয়নি। তবে শেষপর্যন্ত অমিত মিত্রকে অর্থমন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী, তাকে ছয় মাসের মধ্যে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে হবে। সেদিক থেকে এমনিতেই জল্পনা রয়েছে।

তবে অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্র সাংবাদিক বৈঠক থেকে শুরু করে সমস্ত কাজ বাড়িতে বসে থেকেই করছেন। কেননা বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রয়েছে। আর এই পরিস্থিতিতে নতুন তৃণমূল সরকারের প্রথম বাজেট পেশ করার খবর সামনে আসতেই সেই অমিত মিত্রকে নিয়ে তৈরি হল জল্পনা। জানা গেছে, দ্বিতীয় তৃণমূল সরকারের আমলে শেষ বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবারও সেই রাজ্য বাজেট পেশ করবেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। মূলত এবার বাজেট পেশ করতে পারেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ এই নিয়ে পরপর দুই বছর রাজ্য বাজেট পেশ করতে দেখা যাবে না অর্থমন্ত্রীকে। সূত্রের খবর, আগামী জুলাই মাসের 2 তারিখে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। কিন্তু শারীরিক অসুস্থতা সহ করোনা পরিস্থিতির কারণে বিধানসভায় উপস্থিত থাকবেন না রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই কারণেই এবারের রাজ্য বাজেট পেশ করবেন পরিষদীয় দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলা বাহুল্য, শেষবারের বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্র বাড়িতে থাকার কারণে ভোট অন অ্যাকাউন্টস পেশ করতে দেখা গিয়েছিল তাকে। আর এবারেও গৃহবন্দি অবস্থায় থাকার কারণে বাজেট প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না রাজ্যের অর্থমন্ত্রী।

বিশ্লেষকরা বলছেন, পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় এই বাজেট পেশ করতেই পারেন। কেননা বিধানসভার সমস্ত বিষয়ের মন্ত্রী তিনি। সেদিক থেকে কোনো মন্ত্রীর অনুপস্থিতিতে তিনি প্রয়োজন মোতাবেক তার ভূমিকা পালন করতেই পারেন। সে দিক থেকে করোনা পরিস্থিতির কারণে অর্থমন্ত্রী অমিত মিত্র গৃহবন্দি হয়ে থাকায় এবারের রাজ্য বাজেট পেশ করতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়।

তবে অনেকে আবার বলছেন, গতবছর অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে সেই বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার কেন পার্থ চট্টোপাধ্যায় এই দায়িত্ব নিলেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারের রাজ্য বাজেট পেশ করছেন না? অনেকের যুক্তি, গতবারের রাজ্য বাজেট ছিল ভোট অন অ্যাকাউন্টস।

তবে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে রাজ্যে। সেদিক থেকে অনেকটা সময় ধরে এই রাজ্য বাজেট পেশ করার প্রক্রিয়া চলবে। তাই সেই দায়িত্ব পরিষদীয় মন্ত্রীর উপর দেওয়া হয়েছে। সব মিলিয়ে গতবারের মত এবারেও অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে পেশ হতে চলেছে রাজ্য বাজেট। তবে সেই বাজেটে কি কি চমক থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!