এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির পরেই টুইট করলেন মমতা, দুই বড় পরীক্ষা নিয়ে জানালেন নিজের মত!

শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির পরেই টুইট করলেন মমতা, দুই বড় পরীক্ষা নিয়ে জানালেন নিজের মত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যখন সকলে দোলাচলে ছিলেন, ঠিক তখনই কিছুদিন আগে সাংবাদিক বৈঠক থেকে এই পরীক্ষা যে হবে, তা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে জুলাইয়ের শেষে এবং আগস্টের প্রথমে এই দুই বড় পরীক্ষা নেওয়া হবে বলে সাংবাদিক বৈঠকে মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে। তবে এই ব্যাপারে চূড়ান্ত দিনক্ষণ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দেবে, এমনটাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরপরই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে।

মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা নেওয়ার কথা বললেও, কেন্দ্রের পক্ষ থেকে একাধিক বড় পরীক্ষা বাতিল করার পরেই তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে রবিবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকা এবং সাধারন মানুষের মতামত চাওয়া হয়।

অর্থাৎ মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই যে এই দুই পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পরেই এবার এই ব্যাপারে একটি টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা এবং সাধারন মানুষকে এই ব্যাপারে মতামত প্রদানের আহ্বান জানালেন তিনি।

সূত্রের খবর, আজ স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তিনটে ইমেইল আইডি দিয়ে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে সাধারণ মানুষের মতামত কি, তা জানতে চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর তারপরেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে শিক্ষা দপ্তরের এই নির্দেশিকাকে তুলে ধরে তিনি লেখেন, “আমাদের সন্তানদের ভবিষ্যত আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে আমরা অভিভাবক, সাধারন মানুষ, সমাজ ও ছাত্রছাত্রীদের কাছেও তাদের মতামত জানতে চাইছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, তা শিক্ষা দপ্তরের নির্দেশিকার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এই ব্যাপারে আরও একধাপ এগিয়ে টুইট করে সাধারণ মানুষকে মতামত প্রদানের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকরা বলছেন, স্কুলশিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্দেশকা জারির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্যুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এই ব্যাপারে নেওয়ার সিদ্ধান্ত যে একতরফা রাজ্য সরকার নিতে চাইছে না, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে সমাজের সকল স্তরের মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত নেবে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্যুইটের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেল। যার জেরে একাংশ বলছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন কার্যত বিশবাঁও জলে। তবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সবচেয়ে বড় প্রশ্ন।

সব দিক বজায় রেখে সেই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবক, অভিভাবিকা এবং সাধারন মানুষ কি চাইছেন, সেই পরামর্শই নিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!