এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কথা না শুনলেই কড়া ব্যবস্থা! বিক্ষুব্ধদের বিরুদ্ধে কি পদক্ষেপ বিজেপির? জেনে নিন!

কথা না শুনলেই কড়া ব্যবস্থা! বিক্ষুব্ধদের বিরুদ্ধে কি পদক্ষেপ বিজেপির? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপিতে ক্রমশ বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক বিক্ষুব্ধ নেতা থেকে শুরু করে মতুয়া সমাজের পদক্ষেপ ঘিরে জল্পনা চলছে। আর তার মাঝেই এবার বিক্ষুব্ধদের পদক্ষেপ নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যেখানে দলের বিরুদ্ধে কেউ কথা বললেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার কি বিজেপি রাজ্য নেতৃত্ব বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে! সেই ব্যাপারে আশঙ্কা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই শান্তনু ঠাকুর সহ একাধিক বিজেপি নেতার পদক্ষেপ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দল যে কড়া পদক্ষেপ নিতে পারে, সেই কথা বুঝিয়ে দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দলের বিরুদ্ধে কেউ কথা বললে দল ব্যবস্থা নেবে। প্রথমে বোঝানো হবে। তারপরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, ইতিমধ্যেই বিদ্রোহী নেতা নেত্রীদের পদক্ষেপ নিয়ে দিল্লিতে রাজ্য বিজেপির পক্ষ থেকে নালিশ জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে জল্পনা এমনিতেই তীব্র হয়েছে। আর তার মাঝেই দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!