এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদালতে বড়সড় ধাক্কা খেলেন মুকুল রায়, জেনে নিন

আদালতে বড়সড় ধাক্কা খেলেন মুকুল রায়, জেনে নিন

একদিকে প্রতারণার মামলায় যখন তাকে গ্রেপ্তার করা যাবে না বলে দিল্লি হাইকোর্টের নির্দেশে কিছুটা স্বস্তিতে বিজেপি নেতা মুকুল রায়, ঠিক তখনই তৃণমূল থেকে বিজেপিতে আসার পরেই তার প্রথম করা মামলায় মুখ পুড়ল। বস্তুত, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হন মুকুল রায়।

যেখানে প্রথম দিন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেরুয়া উত্তরীয় গলায় পরে কলকাতায় আসবার পরই দলের রাজ্য দপ্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে একটি ফাইল ভর্তি কাগজ দেখিয়ে বলেন, “এতে চমক আছে। পরবর্তী সভায় এটা প্রকাশ্যে আনব।”

তারপর থেকেই সেই মুকুল রায়ের চমকের দিকে নজর ছিল সকলের। অবশেষে বড়সড় চমকও দিয়েছিলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রায় বছর দুই আগে ধর্মতলায় প্রথম প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে সেই ফাইল থেকে এক একটা কাগজ খুলে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রাক্তন সৈনিককে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে একটি কাগজ হাতে নিয়ে বিশ্ববাংলা ইস্যুতে মুকুল রায় বলেন, “মমতা যে বিশ্ববাংলা নিয়ে বড়াই করেন, সেটা আসলে সরকারি সম্পত্তি নয়। এটা একটা বেসরকারি সম্পত্তি এবং এই লোগোর মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।” আর বিজেপিতে আসার পর মুকুল রায়ের প্রথম জনসভায় এহেন মাস্টারস্ট্রোক দেখে বিজেপি নেতারা প্রবলভাবে উজ্জীবিত হয়। পাল্টা মাঠে নামে তৃনমূল।

বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিশ্ববাংলা লোগো এবং নাম তার তৈরি। গত 2013 সালে এই লোগো তৈরি করেছেন তিনি। রাজ্য সরকারকে বিনামূল্যে ব্যবহার করতেও তা দেওয়া হয়েছে। কেউ কেউ এনিয়ে মিথ্যা কুৎসা রটাচ্ছে। পাশাপাশি বিশ্ববাংলা নিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের বক্তব্যের বিরুদ্ধে আদালতে মামলা করতেও দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার অবশেষে এই বিশ্ববাংলা ইস্যুতে হাইকোর্ট রাজ্য সরকারকে স্বস্তি দিয়ে বড়সড় অস্বস্তিতে ফেলে দিলেন মুকুল রায়কে।

সূত্রের খবর, এদিন প্রধান বিচারপতি রাধাকৃষ্ণাণের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, বিশ্ববাংলা ইস্যুতে বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগের কোনো সারবত্তা নেই। ফলে হাইকোর্টের এহেন বক্তব্যে মুকুল রায়ের করা অভিযোগের সমস্ত কিছুই খারিজ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বিশ্ববাংলা ইস্যুতে বড় জয় পেল রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রতারণা মামলায় তার গ্রেপ্তারি স্থগিত থাকায় মুকুল রায় কিছুটা স্বস্তি পেলেও বিশ্ববাংলা ইস্যুতে মুখ‌ পুড়ল তাঁর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!