এখন পড়ছেন
হোম > জাতীয় > এখনই লোকসভা ভোট হলে কি হবে তুলে ধরল এবিপি নিউজের জনমত সমীক্ষা

এখনই লোকসভা ভোট হলে কি হবে তুলে ধরল এবিপি নিউজের জনমত সমীক্ষা


১৯ টি রাজ্যের ১৭৫টি আসনে জনমত সমীক্ষা করে এবিপি নিউজ-লোকনীতি-সিএসডিএস জানিয়ে দিল এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে একার ক্ষমতায় কেন্দ্রে সরকার গর্তে পারবে না বিজেপি। তবে শরিকদের হাত ধরে সামগ্রিকভাবে এনডিএ জোটের সরকার গর্তে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে ওই সমীক্ষাটি। এমনকি ২০১৪ এর তুলনায় সামগ্রিকভাবে এনডিএ জোটের ভোট বাড়ার ইঙ্গিত দিয়েছে সমীক্ষাটি। তবে ৮ মাস আগে একই রকম একটি সমীক্ষা চালিয়েছিল তারা, সেখানে যা ফলাফল উঠে এসেছিল সেখান থেকে নরেন্দ্র মোদী তথা বিজেপির জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পেয়েছে এবং তা সরাসরি গেছে রাহুল গান্ধীর নেতৃত্ত্বাধীন কংগ্রেসের হাতে বলে দাবি করা হয়েছে।

ওই সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে ভোট হলে
বিজেপি পেতে পারে – ২৬০ টি আসন
এনডিএ পেতে পারে – ৩০১ টি আসন
ইউপিএ পেতে পারে – ১২৭ টি আসন
অন্যান্যরা পেতে পারে – ১১৫ টি আসন

এনডিএর প্রাপ্ত ভোট হতে পারে – ৩৪% (২০১৪ তে ছিল ৩১.৩৪%)
ইউপিএর প্রাপ্ত ভোট হতে পারে – ২৫% (২০১৪ তে ছিল ১৯.৫২%)

এই সমীক্ষায় বলা হয়েছে, বিজেপির জনপ্রিয়তা কোমর কারণ, অনেকেই মনে করছেন ‘অচ্ছে দিন’ আনতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। বেকারি দূরীকরণ ও কৃষিতেও ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ৪৪% থেকে কমে ৩৭% হয়েছে, অন্যদিকে রাহুল গান্ধীর জনপ্রিয়তা ৯% থেকে বেড়ে ২০% হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!