রাজ্যের কৃষকদের গড় বার্ষিক আয় এখন প্রায় 3 লক্ষ টাকা – দাবি মমতা সরকারের কলকাতা রাজ্য July 10, 2019 রাজ্যের কৃষক সমাজ অবহেলিত, এই দাবি তুলে মাঝেমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে পথে নামতে দেখা গেছে বামপন্থী কৃষকসভাকে। আর এবার এই ব্যাপারে বিধানসভায় রাজ্যের কৃষকদের গড় বার্ষিক আয় ঠিক কতটা তা স্পষ্ট করলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে বাজেট বিতর্কের জবাবী ভাষণ দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, “2016-17 আর্থিক বছরে কৃষকদের গড় আয় 2 লক্ষ 39 হাজার 123 টাকা, আর 17-18 তে তা বেড়ে দাঁড়িয়েছে 96 হাজার 935 টাকায়।” আর এরপরই কৃষকদের আয় বাংলায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন কৃষিমন্ত্রী। অন্যদিকে মা মাটি মানুষ সরকারের আমলে কৃষক বন্ধু প্রকল্প বরাদ্দ 34 লক্ষ 8 হাজার 382 টাকা অর্থে 42 শতাংশ কৃষক উপকৃত হয়েছেন বলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে বাজেটের বিতর্কসভায় অংশ নিয়ে বিরোধীদের পক্ষ থেকে রাজ্যের সরকারের বিরুদ্ধে কৃষিক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে ধরলে, তা নিয়ে পাল্টা নিজের পরিসংখ্যান পেশ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, “কৃষিতে সাফল্যের জন্য রাজ্য সরকার পাঁচবার কেন্দ্রের পক্ষ থেকে কৃষিকর্মন পুরস্কার পেয়েছে।” তবে শুধু কৃষি ক্ষেত্রেই নয়, এদিন শ্রমদপ্তরের পক্ষ থেকেও বাজেট বিতর্কে অংশগ্রহণ করে সরকারপক্ষের তরফে বিভিন্ন উন্নয়নমূলক কথা তুলে ধরা হয়। যেখানে সরকারপক্ষের তরফে জানানো হয়, বিগত বাম সরকারের সময় শ্রমিকদের ন্যূনতম বেতন 2200 টাকা ছিল। কিন্তু বর্তমান সরকারের সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে 8777 টাকা। অন্যদিকে নোটবন্দির জেরে এই রাজ্যের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমর্থন প্রকল্প চালু করা হয়েছিল, তাতেও প্রায় 18 হাজার 840 জনকে মোট 94 কোটি টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করে সরকারপক্ষ। সব মিলিয়ে রাজ্যের কৃষক এবং শ্রমিকদের পাশে বর্তমান তৃণমূল সরকার রয়েছে বলে বিধানসভার অধিবেশনে অংশ নিয়ে দাবি করলেন কৃষিমন্ত্রী। আপনার মতামত জানান -