এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ” শুভেন্দু আজ মিরজাফরদের দলে, এটাই দুঃখের ” কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

” শুভেন্দু আজ মিরজাফরদের দলে, এটাই দুঃখের ” কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগদান করেছেন বিজেপিতে। আজ বুধবার শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে প্রথম মিছিল ও সভা করল রাজ্যের শাসক দল তৃণমূল। যেখানে নেতৃত্বে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে আজকে তৃণমূলের কর্মসূচি থেকে দূরে ছিলেন অধিকারী পরিবার। শিশির অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি যোগদান করতে পারেননি। যা আগেই জানিয়ে দিয়েছেন তিনি।

আজ শুভেন্দু অধিকারীর গড়ে শাসকদল তৃণমূলের বিশেষ শক্তি প্রদর্শন। আজ মিছিলের পর কাঁথিতে জনসভা তৃণমূলের। শুভেন্দু অধিকারী সদলবলে তৃণমূল ছেড়ে দিলেও তৃণমূলের যে কোনো ক্ষতি হয়নি, তা বোঝাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল শিবির। আজকের জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

আজ বক্তব্য রাখা কালে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, শুভেন্দু অধিকারীকে অনেকদিন ধরেই চেনেন তিনি। শিশির অধিকারীকে তিনি আরও আগে থেকেই চিনতেন। শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি বললেন যে, শুভেন্দু অধিকারী সম্প্রতি মীর জাফরের দলে চলে গেছেন। যে কারণে তিনি দুঃখিত। তিনি জানান সিরাজ দৌল্লা পরাজিত হয়েছিলেন, কিন্তু মানুষ তাকে মনে রেখেছে। তিনি জানান বিশ্বাসঘাতকদের সঙ্গে নাম লিখিয়েছেন কাঁথির একজন।

এরপর ইতিহাসের প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান কখনো ভুলবার নয়। বাংলার অস্মিতা, বাংলার আত্মসম্মান কখনোই ভুলে যাবেন না তিনি। এরপর তিনি কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তিনি জানান যখন-তখন যাকে-তাকে ক্ষ্যাপা ষাঁড়ের মতো গোতান দিলীপ ঘোষ। তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ ব্যর্থ হয়েছেন, এজন্য বাইরে থেকে হনুমান জানান হয়েছে। ধুপ ধুপ করে যারা লাফিয়ে যাচ্ছে। তিনি জানান, বিজেপির পশ্চিমবঙ্গ নেতাদের ওপর তাদের ভরসা নেই বলেই বাইরে থেকে নেতারা আসছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মর্গ থেকে লাশ বের করে আনা হচ্ছে আর বলা হচ্ছে যে বিজেপির কর্মীকে হত্যা করা হয়েছে। কর্মীরা যখন লাশ পাচ্ছেন না, তখন মর্গ থেকে লাশ আনা হচ্ছে, বলে জানালেন তিনি। তিনি জানালেন কৈলাস বিজয়বর্গীয় এসে বলেছিলেন যে লাশ কোথায়? সৌগত রায় জানালেন একসময় বর্গীরা লুঠপাট করতে যেমন বাংলায় আসতো, সেরকম একজনকে রাজ্যে পাঠানো হয়েছে। তার নাম কৈলাস বিজয়বর্গীয়।

তিনি জানালেন যে, রাজ্যের আইপিএস অফিসার বদলি করার কোন অধিকার নেই কেন্দ্রের। কেন্দ্র যদি তা করে থাকে, তবে সেটা বেআইনী হবে। তিনি জানালেন কেন্দ্র রাজ্যর আইপিএস অফিসার বদলি করছে। সামান্য বিষয় নিয়ে এমন ভাব দেখাচ্ছে যেন ভারত-চীন যুদ্ধ বেধে গিয়েছে। তিনি জানালেন যে,নন্দীগ্রামে আন্দোলন করেছেন শেখ সুফিয়ান। বাইরে থেকে তাকে সমর্থন করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন বলে জাতীয় প্রচার পায় এই আন্দোলন।

তিনি জানালেন যে, যেদিন নন্দীগ্রামে গুলি চালানো হয়েছিল সেদিন সেখানে তারা গিয়েছিলেন। তিনি আহ্বান জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার। তিনি জানালেন স্বাস্থ্য সাথী প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে অনেক ভালো। তাই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা হয়নি। বিজেপির সম্পর্কে তিনি অভিযোগ করলেন যে, দেশজুড়ে অতিমারীর সময় রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছিল। বিজেপি শুধু ধর্মের নামে রাজনীতি করে।

তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধি চূড়ান্ত সীমায় চলে গেছে। বিজেপির প্রতি তিনি অভিযোগ করেছেন যে, গোটা দেশকে বেঁচে দিচ্ছে বিজেপি। বিজেপি বিক্রি করছে এলআইসি, রেল, বিমান, বিএসএনএল। গোটা দেশটাকে বিক্রি করে দেবে মোদি সরকার। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করলেন যে, বিজেপি তিন অঙ্কের আসনেও পৌঁছাতে পারবে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!