তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন জয়া বচ্চন? জাতীয় বিশেষ খবর রাজ্য February 11, 2018 বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের পত্নী তথা বঙ্গ-তনয়া জয়া বচ্চন কি এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন? বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে সেরকমই জানা যাচ্ছে। বন্ধু রাজীব গান্ধীর অনুরোধে এলাহাবাদ থেকে লোকসভা ভোটে জিতে সংসদে পা রাখলেও অমিতাভ বচ্চনকে খুব বেশিদিন রাজনীতির আঙিনায় দেখা যায় নি। কিন্তু জয়া বচ্চন রাজনীতি নিয়ে বেশ সিরিয়াস। আপাতত তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ এবং সংসদে হাজিরাও দেন নিয়মিত। আগামী এপ্রিল মাসেই তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে আর বর্তমানে উত্তরপ্রদেশ বিধানসভার যা চিত্র তাতে পুনরায় সমাজবাদী পার্টির সাংসদ হয়ে রাজ্যসভায় যাওয়া কার্যত অনিশ্চিত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের জেরে তিনি জয়া বচ্চন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান এবং তৃণমূল সাংসদ হিসাবে রাজ্যসভাতেও যেতে চান। প্রসঙ্গত, আগামী ২ রা এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে। যার মধ্যে দুটি আসনে সাংসদ ছিলেন যথাক্রমে দলত্যাগী নেতা মুকুল রায় ও সাসপেন্ডেড সাংসদ কুনাল ঘোষ। এই দুটি আসনে তৃণমূল দুটি নতুন মুখ পাঠাবেই, অন্যদিকে পঞ্চম আসনটি সিপিএমের হাতে থাকলেও এবারের নির্বাচনে অঙ্কের নিরিখে সেই আসনটিও ছিনিয়ে নিতে পারে তৃণমূল। আর তাই সব মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে এবারে রাজ্যসভা যাত্রা বেশ সহজ। যদিও এই নিয়ে সরকারিভাবে জয়া বচ্চন বা তৃণমূল কংগ্রেস কোনোপক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা জয়া বচ্চন তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় গেলে ভাবমূর্তি উজ্জ্বল হবে দুতরফেই, তাই এই জল্পনা বাস্তবের রূপ দেখতেই পারে। যদিও রাজ্যসভায় কে তৃণমূল কংগ্রেস প্রার্থী হবেন সেই নিয়ে শেষ কথা বলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মতামত জানান -