বন্ধ কারখানার জমিতে প্রোমোটিং নিয়ে বড় দাবি হেভিওয়েট তৃনমৃল সাংসদের নদীয়া-২৪ পরগনা রাজ্য July 8, 2018 21 শে জুলাইয়ের সমর্থনে বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি সভা। শনিবার উত্তর 24 পরগনার খড়দহের বিটি রোড সংলগ্ন ইলেকট্রোসিল কারখানার সামনে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল জনসভা হয়। যেখানে উপস্থিত হয়ে কারখানায় জমি প্রোমোটিং প্রসঙ্গে বাম সরকারের বিরুদ্ধে তৃনমূল সাংসদ দোলা সেন বলেন, “সাউথ সিটি হোক বা ইডেন সিটি সবই সিপিএমের আমলে হয়েছে। তৃনমূলের আমলে কোনও বন্ধ কারখানায় জমিতে প্রোমোটিং হয়নি।” সাথে সাথে তৃনমূলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনে গোষ্টীদ্বন্দ্ব নিয়ে তাঁর বার্তা, “অন্য ট্রেড ইউনিয়নের মত এই আইএনটিটিইউসি চলে না। এখানে সকলে মর্যাদা পাবেন। ট্রেড ইউনিয়নে কোনোও গোষ্টী থাকবে না। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। এখানে সবাই মর্যাদা পাবেন। তবে একটা সংস্থায় একটাই মাত্র ট্রেড ইউনিয়ন থাকবে। ট্রেড ইউনিয়ন নিয়ে কোনও আলাদা গোষ্ঠী থাকবে না।” এদিনের এই সভায় দোলা সেন ছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়ার তৃনমূল বিধায়ক অর্জুন সিং, খড়দহ পুরসভার কাউন্সিলর তথা শ্রমিক নেতা কাজল সিনহা, টিটাগড়ের কাউন্সিলর মনীশ শুক্লা, ওমপ্রকাশ গন সহ তৃনমূল কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে 21 শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই দলে প্রোমোটিং ও শ্রমিক সংগঠনে গোষ্টীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিলেন সাংসদ দোলা সেন। আপনার মতামত জানান -