এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দায়িত্ব নিয়েই একেবারে ঝড় তুলতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপির ঘুম কেড়ে নিতে বিশেষ পদক্ষেপ

দায়িত্ব নিয়েই একেবারে ঝড় তুলতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপির ঘুম কেড়ে নিতে বিশেষ পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। দলের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। আর দায়িত্ব নেবার পরই একেবারে তেড়েফুঁড়ে মাঠে নামতে চলেছেন তিনি। আগামীকাল থেকেই উত্তরপ্রদেশের শুরু করতে চলেছেন বিজেপি বিরোধী প্রচার। বেশকিছু বিষয়কে হাতিয়ার করে উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে ঝড় তুলতে চলেছেন তিনি।

গতকাল প্রিয়াঙ্কা গান্ধী দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। যেখানে উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশে বিশেষ দায়িত্বে থাকার কারণে রাজ্যের খুঁটিনাটি তিনি অনেকটাই জানেন। গতকালের বৈঠকে উত্তরপ্রদেশের একাধিক ইস্যু নিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের সরব হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যেগুলি হল মূলত পেট্রোপণ্যের ব্যাপক মূল্যবৃদ্ধি, কৃষকদের দুরবস্থা, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, পঞ্চায়েত নির্বাচনের সময়ে উত্তরপ্রদেশে হওয়া হিংসা, এই বিষয়গুলি সামনে রেখেই উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামি কাল থেকেই শুরু করতে চলেছেন তিনি বিজেপি বিরোধী প্রচার। এদিকে এবারে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিরোধীদলের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তাই শুধু বিজেপি নয় সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টির বিরুদ্ধেও প্রচারে নামতে চলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বৈঠকের মাধ্যমে উৎসাহিত করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপির বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে নামতে দলকে নির্দেশ দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে এখনই মাঠে নেমে পড়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এবিষয়ে বৈঠক সম্পন্ন হয়েছে। উত্তরপ্রদেশের নির্বাচনকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় যথেষ্ট সচেষ্ট। দলের নেতারা রীতিমতো জনসংযোগ বাড়ানোর কাজে নেমে পড়েছেন। মানুষের দরজায় দরজায় পৌঁছতে দেখা যাচ্ছে বিজেপির নেতা-নেত্রীদের। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!