এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ব্রেকিং নিউজ: নাটকীয় পট পরিবর্তন, নোয়াপাড়ার বিজেপি প্রার্থী ‘প্রায়’ ঠিক হয়ে গেল

ব্রেকিং নিউজ: নাটকীয় পট পরিবর্তন, নোয়াপাড়ার বিজেপি প্রার্থী ‘প্রায়’ ঠিক হয়ে গেল

গত ২৪ ঘন্টায় নোয়াপাড়ায় বিধানসভা বিজেপি প্রার্থী নিয়ে নাটকীয় পট পরিবর্তন। বিজেপির এক শীর্ষ রাজ্য নেতা, সংগঠনে থাকা সন্দীপ ব্যানার্জিকেই চাইছিলেন নোয়াপাড়ায় প্রার্থী হিসাবে এবং তাঁর নামে প্রায় সিলমোহর পড়ে যায়। কিন্তু এরপরেই নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু নিজের ক্ষোভের কথা প্রকাশ্যে জানান। তাঁকে যে শাসকদল নোয়াপাড়াতে শুধু প্রার্থীই করেনি তাই নয়, সম্পূর্ণ অন্ধকারে রেখেছে সামগ্রিক প্রক্রিয়া নিয়ে। এরপরেই অপমানিত মঞ্জু বসুর বাড়িতে গিয়ে কথা বলেন স্বয়ং মুকুল রায়। কথাবার্তা বেশ কিছুদূর এগোলেও, মঞ্জুদেবীর তরফে কিছু বক্তব্য ছিল যার জন্য কেন্দ্রীয় নেতৃত্ত্বের অনুমোদন লাগত, ফলে তখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় নি বলে সূত্রের খবর। যদিও সেই সাক্ষাৎকে মুকুলবাবু বা মঞ্জুদেবী দুজনেই সৌজন্য সাক্ষাৎ বলে বর্ণনা করেন।
এরপরেই কলকাতা বিমানবন্দরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ত্বের তরফে রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে একান্ত আলোচনা হয় মঞ্জু বসুর, সঙ্গে ছিলেন মুকুল রায়ও। সূত্রের খবর, সেই আলোচনা বেশ ফলপ্রসূ, যে যে জায়গায় মঞ্জুদেবীর বিজেপিতে যোগদান আটকেছিল, তা প্রায় পরিষ্কার হয়ে যায়। ফলে তাঁর বিজেপিতে যোগদান ও নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আগামীকালই এই ঘোষণা সরকারিভাবে হয়ে যেতে পারে বলে সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!