এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিকাশ বসুকে খুন করেছেন অর্জুন সিং, মারাত্মক অভিযোগ গৌতম দেবের

বিকাশ বসুকে খুন করেছেন অর্জুন সিং, মারাত্মক অভিযোগ গৌতম দেবের


আসন্ন নোয়াপাড়া উপনির্বাচন উপলক্ষ্যে দলীয় কর্মিসভা থেকে একের পর এক ‘বোমা’ ফাটিয়েছেন সিপিআইএম নেতা গৌতম দেব। আর এবার নিয়ে এলেন খুনের মত মারাত্মক অভিযোগ। আগেই প্রকাশিত খবর থেকে জানা যায়, তিনি কর্মীসভায় বলেছেন, ‘দানার বদলে দানা’ দিতে হবে। এরপর গতকাল সাংবাদিক বৈঠকেও তিনি জানান, তৃণমূল বিধায়ক অর্জুন সিং গুন্ডামি করছে, ওর বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। ও যদি আমাদের কর্মীদের দানা দেখায়, তাহলে আমরও সেই দানা ওকেই ফিরিয়ে দেব। এমনকী, বোমা দেখালে বোমাও ফেরাব। ওরা (তৃণমূল) বোমা ছুঁড়লে আমরা কী রসগোল্লা ছুঁড়ব? উনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সব মিথ্যে বলেন। ওনার দল আরও ভাঙবে। আমি ডেলোর বৈঠকের কথা বলেছিলাম। মুকুল রায় তা কনফার্ম করে দিয়েছেন। আমি ছবি বিক্রির কথা বলেছিলাম। তাও প্রমাণ হয়েছে।
অন্যদিকে কলকাতার এক নামি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এবার নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুর স্বামী বিকাশ বসুর খুনের ঘটনায় সরাসরি ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের নাম জড়িয়ে দিলেন সিপিআইএম নেতা গৌতম দেব। প্রসঙ্গত, ২০০০ সালের ২ এপ্রিল খুন হন নোয়াপাড়ার তৃণমূল কাউন্সিলর ও যুবনেতা বিকাশ বসু, যে খুনের সঙ্গে তৃণমূলেরই একাংশ জড়িত বলে অভিযোগ ওঠে। আর ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী স্পষ্ট ভাষায় গৌতমবাবু অভিযোগ এনেছেন, অর্জুন সিং বিকাশ বসুকে খুন করেছিল, ওঁর স্ত্রী মঞ্জু বিজেপিতে গেলে ভুল করবে। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!