মুকুল রায়ের বিরুদ্ধে দু বছর আগে ঘটে যাওয়া পুরোনো খুনের মামলা দায়ের বিশেষ খবর রাজ্য January 24, 2018 তৃণমূল কংগ্রেস ত্যাগী বিজেপি নেতা মুকুল রায়ের উপর চাপ বাড়াতে খুঁচিয়ে তোলা হল দু বছর আগের পুরোনো খুনের মামলা। ২০১৫ সালে খুন হন তৃণমূলকর্মী মৃণাল সিংহ রায়, আর আজ এতদিন পরে সেই খুনের জন্য বিজেপি নেতা মুকুল রায়কে দায়ী করে মৃণাল সিংহ রায়ের পরিবারের তরফ থেকে খুনের মামলা দায়ের করা হয়। যেহেতু খুনের মামলা, তাই গ্রেপ্তারির সম্ভাবনা আছে মুকুল রায়ের আর তাই গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন ইতিমধ্যেই জানানো হয়েছে তাঁর তরফ থেকে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুকুলবাবুর আইনজীবী এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, সম্পূর্ণ সাজানো ঘটনা, মুকুলবাবুকে অপদস্থ করতেই এভাবে খুনের মামলা সাজানো হয়েছে। ওই ব্যক্তির মৃত্যু হয় ২০১৫ সালে, খুনের অভিযোগ করা হচ্ছে এখন, যা রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। আপনার মতামত জানান -