ত্রিপুরা বিজেপির ওয়াটারলু হবে: বিজেপির আগ্রাসনকে তীব্র আক্রমন সীতারাম ইয়েচুরির জাতীয় বিশেষ খবর January 24, 2018 সারা ভারতবর্ষের ১৯ টি বিধানসভায় ক্ষমতা দখলের পরে এবার নরেন্দ্র মোদী-অমিত শাহের নজরে উত্তর-পূর্ব ও পূর্ব ভারত। মূলত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মত বড় রাজ্যগুলিতে আগামী লোকসভায় ভালো ফল করায় বিজেপির পাখির চোখ। কিন্তু সেকাজের আগে ত্রিপুরায় ‘হাত পাকাতে’ চাইছে তারা। ত্রিপুরাতে অষ্টম বামফ্রন্ট সরকার গড়া আটকাতে সর্বশক্তি নিয়ে ঝাপটে চাইছে বিজেপি। কিন্তু সেকাজে সবথেকে বড় বাধা বামফ্রন্টের ‘গর্ব’ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর সহজ-সরল জীবন যাপনের জন্য দেশের ‘সবথেকে গরীব’ মুখ্যমন্ত্রীর শিরোপা জুটেছে। আর সেটাকেই হাতিয়ার করে বামফ্রন্ট যে সাধারণ গরীব মানুষের পাশে আছে তা প্রমানে মরিয়া তারা। কিন্তু মানিক সরকারের ‘মিথ’ ভাঙতে এবার বিজেপি দিল্লিতে ‘মানিক সরকার – রিয়েল অ্যান্ড দ্য ভারচুয়াল’ নামে একটি বই প্রকাশ করল। যেখানে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনা হয়েছে। ওই বইয়ে দাবি করা হয়েছে – ১. মানিক সরকারের না কি বাড়ি-গাড়ি নেই, অথচ হেলিকপ্টারেই ১০ কোটি টাকা বিল হয়েছে ২. মায়ের দেওয়া বাড়ি নয়, থাকেন বিলাস বহুল সরকারি ভবনে ৩. মানিক সরকারের আমলেই ত্রিপুরাতে তীব্র হিংসা ছড়িয়েছে, হত্যা হচ্ছে নিয়মিত ৪. মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা দলের অনেকের পছন্দের নেতা বিমল সিনহার রহস্যজনক খুন ৫. কংগ্রেসের সঙ্গে লড়াইটা সম্পূর্ণ লোক দেখানো ৬. মানিক সরকার সরাসরি দুর্নীতিতে মদত দিয়েছেন আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ত্রিপুরা দখল করতে মরিয়া সঙ্ঘ-বিজেপি। সে জন্যই তাঁরা মানিক সরকারের বিরুদ্ধে কুত্সা করেছে। ত্রিপুরার মানুষই এর জবাব দেবে। ত্রিপুরা বিজেপির ওয়াটারলু হবে। আপনার মতামত জানান -