এখন পড়ছেন
হোম > জাতীয় > নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী দেখতে চেয়ে ফেডারেল ফ্রন্টের ভিত্তিই নড়িয়ে দিলেন মুলায়ম সিংহ যাদব?

নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী দেখতে চেয়ে ফেডারেল ফ্রন্টের ভিত্তিই নড়িয়ে দিলেন মুলায়ম সিংহ যাদব?


দেশজুড়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতায় যখন সরব হতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ সিং যাদবকে, ঠিক তখনই সংসদের শেষ দিনের অধিবেশনে সেই সমাজবাদী পার্টির শীর্ষনেতা তথা অখিলেশ সিং যাদবের পিতা মুলায়ম সিং যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করায় তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মুলায়ম সিং যাদব বলেন, “আমার ইচ্ছে মোদীই আবার প্রধানমন্ত্রীর পদে বসুন।”

ছেলে অখিলেশ যাদবের দেশজুড়ে বিজেপিকে সরানোর জন্য মহাজোটের শরিক হলেও পিতা মুলায়মের মন্তব্যে বিভিন্ন রাজনৈতিকদলের পক্ষ থেকে শোনা যাচ্ছে নানা মন্তব্য। বৃহস্পতিবার সারা লক্ষ্নৌ জুড়ে মুলায়ম সিং যাদবকে ধন্যবাদ জানিয়ে তাঁর এহেন মন্তব্যের জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়। যেখানে লেখা হয়, “আপনি ১২৫ কোটি ভারতবাসীর ইচ্ছাকেই লোকসভায় ব্যক্ত করেছেন। ধন্যবাদ মুলায়ম সিং যাদব।” অন্যদিকে শ্বশুরের এহেন মন্তব্যে মুলায়ম সিং যাদবের পাশে দাঁড়িয়েছেন তারই ছোট পুত্রবধূ অপর্ণা যাদব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “ওনার মন্তব্যের পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। উনি বরাবরই সরকার-বিরোধী প্রায় প্রত্যেককেই শুভকামনা জানিয়ে থাকেন। কিন্তু তার মানে এই নয় যে কেউ নির্বাচনে জিতে গেছেন। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়।” তবে মুলায়ম সিং যাদবের এহেন মন্তব্য নিয়ে সুর চড়িয়েছেন লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। তিনি বলেন, “ওনার বয়স হয়ে গিয়েছে। কখন কোথায় কী বলতে হবে খেয়াল থাকে না। ওনার মন্তব্যের কোনো যৌক্তিকতা নেই।” এদিকে, ‘বিভ্রান্তি ছড়াতেই’ লোকসভায় মুলায়ম সিং যাদব এহেন মন্তব্য করেছেন বলে জানান সেই মুলায়ম সিং যাদবেরই প্রাক্তন সতীর্থ তথা রাজ্যসভার সাংসদ অমর সিং।

অন্যদিকে এটা মুলায়মজীর মনের কথা নয়, তাঁর মুখ দিয়ে এই কথাগুলো কেউ বা কারা বলিয়ে নিয়েছে বলে জানান সমাজবাদী পার্টিরই আর এক নেতা আজম খান। পাশাপাশি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী এই ব্যাপারে বলেন, “আমি ওনার সঙ্গে একমত নই।” তবে, ‘মুলায়মজি যা বলেছেন তা ঠিকই বলেছেন। তাঁর এই মন্তব্যকে অখিলেশের সমর্থন করা উচিত’ – বলে জানান উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সব মিলিয়ে সংসদের অধিবেশনের শেষ দিনে ভারতবর্ষের রাজনীতিতে “নেতাজি” বলে পরিচিত সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবের মন্তব্যকে ঘিরেই এখন সরগরম রাজনৈতিক মহল। সবথেকে বড় কথা, তাঁর এই মন্তব্যের জেরে চূড়ান্ত বিভ্রান্তি তৈরী হওয়ায় তা ফেডারেল ফ্রন্টের ভিত্তিই নড়িয়ে দেবে নাতো? এই প্রশ্নই বারবার ঘুরেফিরে আসছে রাজনৈতিক বিশেষজ্ঞদের পর্যালোচনায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!