এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মমতা পুলিশের আজব নিয়ম, এনআইএ আধিকারিকদেরই থানায় তলব! কটাক্ষ বিজেপির!

মমতা পুলিশের আজব নিয়ম, এনআইএ আধিকারিকদেরই থানায় তলব! কটাক্ষ বিজেপির!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সত্যিই এক আজব রাজ্যে বাস করছি আমরা। যে রাজ্যে অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, আর যারা অপরাধীদের দমন করতে আসে, তাদেরকেই থানায় ডেকে পাঠায় পুলিশ। বিরোধীদের পক্ষ থেকে তেমনটাই বলা হচ্ছে। কিন্তু কেন এই কথা বলা হচ্ছে? তার কারণ, ভূপতিনগরের সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। কিন্তু এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই এনআইএ আধিকারিককে থানায় ডেকে পাঠালেন পুলিশ আধিকারিকরা। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি।

প্রসঙ্গত, সম্প্রতি ভূপতিনগরে এক বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কিন্তু সেখানে তাদের বাধা দেওয়া হয় এবং তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। যে ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল গোটা রাজ্য। জানা গিয়েছে, দুই এনআইএ আধিকারিককে আগামী 11 এপ্রিল থানায় ডেকে পাঠিয়েছেন পুলিশ আধিকারিকরা। যেখানে তাদের কাছ থেকে এই গোটা ঘটনার তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। আর এখানেই প্রশ্ন তুলছে বিজেপি। তাদের দাবি, এই রাজ্যের পুলিশ কেন্দ্রীয় এজেন্সির তদন্তে যখন বাধাদান করা হয়, তখন পদক্ষেপ নিতে পারে না। কিন্তু যে এজেন্সির আধিকারিকরা আক্রান্ত, তাদেরকেই এখন থানায় ডেকে পাঠানো হচ্ছে। সত্যি, দলদাস পুলিশ হলে তাদের কাছ থেকে এই ধরনের আচরণই আশা করা যায় বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!