এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকের ফলাফলের পরেও লোকসভা নিয়ে নো টেনশন বিজেপির, আত্মপ্রত্যয়ী সুকান্ত!

কর্নাটকের ফলাফলের পরেও লোকসভা নিয়ে নো টেনশন বিজেপির, আত্মপ্রত্যয়ী সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভার ফলাফলে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। যেখানে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আর তারপরেই রীতিমত উজ্জীবিত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূলের পক্ষ থেকেও আগামী লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবে বলে দাবি করা হচ্ছে। তবে তৃণমূল সহ বিজেপি বিরোধী দলগুলো যে কথাই বলার চেষ্টা করুক না কেন, গেরুয়া শিবির যে আগামী লোকসভা নির্বাচনে পুনর্বার দেশের ক্ষমতা দখল নিয়ে কার্যত নিশ্চিত, তা বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “কর্নাটকের ফলাফল নিয়ে আমরা চিন্তিত নই। কর্নাটকে যদি এখনই লোকসভা নির্বাচন হয়, তাহলে এর উল্টো ফল হবে। লোকসভা নির্বাচনে আমরা জয়লাভ করব। এবারেও আমরা 300 এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব।” স্বভাবতই সুকান্ত মজুমদারের এই বক্তব্য যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে কিছুটা হলেও চাপের কারণ, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো কর্নাটকের ফলাফলের পর আশায় আলো বাধতে শুরু করেছে। তারা ভাবছে যে, বিজেপির বুঝি শেষের শুরু হয়ে গেল।

তবে গেরুয়া শিবির যে অত্যন্ত নিশ্চিত আগামী লোকসভা নির্বাচনে তাদের ক্ষমতা দখল নিয়ে, তা স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু মুখে বললে হবে না, বাংলার ক্ষেত্রে অনেক জায়গাতেই সংগঠন মজবুত নেই গেরুয়া শিবিরের। এছাড়াও দেশের অনেক জায়গাতেই তারা ক্ষমতা হারিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সমস্ত দিক বিবেচনা করে বিজেপিকে সাংগঠনিক দিক থেকে আরও অনেকটাই শক্তিশালী হওয়া প্রয়োজন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!