এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিল্লির হাতেই কেষ্টর ভবিষ্যত, গরুপাচার নিয়ে বড়সড় জয় পেল কেন্দ্রীয় সংস্থা!

দিল্লির হাতেই কেষ্টর ভবিষ্যত, গরুপাচার নিয়ে বড়সড় জয় পেল কেন্দ্রীয় সংস্থা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গরু পাচার মামলায় দীর্ঘ দিন ধরেই গ্রেপ্তার হয়ে দিল্লির তিহার জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এমনকি তার মেয়েও গ্রেপ্তার হয়েছেন। বারবার শুনানির আবেদন করেছেন, কিন্তু তা গ্রাহ্য হয়নি। তবে এবার আর কলকাতায় নয়। গরু পাচার নিয়ে যাবতীয় মামলা এবং তার শুনানি দিল্লিতে। ইতিমধ্যেই সেই ব্যাপারে নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। আর তাতেই রীতিমত খুশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

প্রসঙ্গত , এদিন ইডির পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী আসানসোল আদালতের তরফে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে জানানো হয়, এখন থেকে এই গরু পাচার সংক্রান্ত মামলা স্থানান্তরিত করা হলো দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। বলা বাহুল্য, এই গরু পাচার মামলা দীর্ঘদিন ধরেই দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষ পর্যন্ত তারা আদালতে বেশকিছু নথিও জমা দিয়েছিল। আর সেই নথির পরিপ্রেক্ষিতেই এখন থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই মামলা স্থানান্তরিত করার কথা জানিয়ে দিল আসানসোল আদালত।

বিরোধীদের দাবি, গরু থেকে কয়লা, বিভিন্ন বিষয়ে কার্যত ফেঁসে রয়েছে রাজ্যের শাসক দল। অনুব্রত মণ্ডলের মত নেতা বর্তমানে দিল্লিতে জেলে রয়েছে। আগামী দিনে সঠিক তদন্তের মধ্যে দিয়ে আরও অনেক হেভিওয়েট শ্রীঘরে থাকবেন। ফলে এই পরিস্থিতিতে আসানসোল আদালতের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তারা।পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে কলকাতা থেকে দিল্লিতে এই গরু পাচার মামলার সরে যাওয়া এক পক্ষের কাছে যথেষ্ট অস্বস্তিকর। তবে তদন্তের ক্ষেত্রে এই জাল বিস্তারের জন্য দিল্লিতে এই মামলা সরে যাওয়ার কারণে যারপরনাই খুশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই অনুব্রত মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের কৃপাময় ঘোষকে এই মামলায় তলব করা হয়েছে। আর তার মাঝেই কলকাতা থেকে দিল্লিতে গরু পাচার মামলা স্থানান্তরিত করণ কেষ্টবাবুর অস্বস্তি যে যথেষ্ট বাড়িয়ে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!