এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেশকে বিপদে ফেলতে বড়সড় চক্রান্ত, ট্যুইটে এ কোন আহ্বান অভিষেকের!

দেশকে বিপদে ফেলতে বড়সড় চক্রান্ত, ট্যুইটে এ কোন আহ্বান অভিষেকের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০২৪ এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই জোটবদ্ধ হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। তবে কেন্দ্রীয় সরকার দেশের নাম বাংলা, ইংরেজি সহ সব ভাষাতেই ভারত করতে পারে বলে ইতিমধ্যেই একটি গুঞ্জন তৈরি হয়েছে। তা নিয়ে আবার প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে সেখানে তাদের কি আপত্তি, তা সত্যিই জানা নেই।

আর এই পরিস্থিতিতে ইন্ডিয়া এবং ভারতের নাম নিয়ে বিভ্রান্তি চলছে বলে ট্যুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেশে বিভিন্ন বিষয়ে আন্দোলন তৈরি করার ব্যাপারেও সকলকে আহ্বান করেছেন অভিষেকবাবু। আর দেশের সংসদের একজন দায়িত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে দেশ যখন জি-টুয়েন্টি সম্মেলনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের ট্যুইট দায়িত্ব জ্ঞান নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। অন্তত তেমনটাই বলছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন একটি ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, “ইন্ডিয়া বনাম ভারত বিজেপির তৈরি করা একটা বিভ্রান্তি। চলুন আমরা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সীমান্ত সমস্যা এবং সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে সরব হই।” তৃণমূল সাংসদদের এই টুইট দেখে একাংশ বলছেন, নিজেরাই সমস্যা তৈরি করে নিজেরাই সেই সমস্যার সমাধানের কথা বলছেন। আবার দেশের উন্নতিতে গাত্রদাহ হওয়ার কারণে দেশকে সমস্যায় ফেলতে নতুন করে আন্দোলনের ছক তৈরি করছেন।

বিরোধীদের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইটে কি করে এই কথা বলতে পারেন যে, বিজেপি ভারত বনাম ইন্ডিয়ার মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে! জি-টুয়েন্টি সম্মেলনের জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্রে “ভারত” শব্দটি লেখা হয়েছে। সেখানে বিভ্রান্তি তো তৈরি করেছে বিরোধীরা। তারাই তো যাবতীয় প্রশ্ন তৈরি করেছে। সুতরাং নিজেরা বিভ্রান্তি ছড়িয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর যে কথা বলছেন, তা ঘোলা জলে মাছ ধরার রাজনীতি ছাড়া আর কিছু নয়। আর দেশে যখন সকলে জি-টুয়েন্টি সম্মেলন নিয়ে ব্যস্ত, তখন বিদেশের কাছে দেশের ভাবমূর্তি খারাপ করতে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনে নামার ছক করে শান্ত দেশকে অশান্ত করার চেষ্টা করছেন অভিষেকবাবুরা বলেই দাবি বিরোধীদের।

বিশেষজ্ঞদের মতে, শাসক হোক বা বিরোধী, জি-টোয়েন্টি সম্মেলনের এই বর্তমান সময়ে সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করা উচিত। কিন্তু তা না করে দেশের মধ্যে আন্দোলন তৈরি করার যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, তা তো এক কথায় দেশের বিরুদ্ধে চক্রান্ত বলেই দাবি সমালোচকদের। তবে দেশ যখন একাধিক সমস্যায় জর্জরিত, তখন কেন এই ধরনের কথা বলা যাবে না! তাই দেশের একজন সাংসদ হিসেবে গনতান্ত্রিক আন্দোলনের এই ধরনের আহ্বান জানানোর মধ্যে কোনো অন্যায় নেই বলেই পাল্টা দাবি তৃণমূল ঘনিষ্ঠ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!