এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিচারপতিদের চূড়ান্ত অপমান, আইনেরও ওপরে মমতা ঘনিষ্ঠ! মুখ পুড়ল রাজ্যের!

বিচারপতিদের চূড়ান্ত অপমান, আইনেরও ওপরে মমতা ঘনিষ্ঠ! মুখ পুড়ল রাজ্যের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সংবিধানকে অমান্য করতে করতে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের, যে এবার আইন ব্যবস্থাকেও অমান্য করতে শুরু করেছেন তারা। যেখানে সরাসরি রাজ্যের বিচারকরা ঠিকমতো বিচার করতে পারছেন না বলে মন্তব্য করে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র। মূলত, গরু পাচার মামলা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। যা দিল্লিতে নিয়ে যেতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাংলার বিচারকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘনিষ্ঠ বিধায়ককে।

প্রসঙ্গত, এদিন গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তরিত হওয়া নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল বিধায়ক বলেন, “অনুব্রত মামলা নিয়ে গিয়েছে। আরও অনেক মামলা নিয়ে গিয়েছে। হয়তো বাংলার বিচারকরা ঠিকমতো বিচার করতে পারছেন না। তাই ওদের মনে হয়েছে, তাই ওরা দিল্লিতে নিয়ে গিয়েছে।” আর একজন বিধায়ক, যিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, তার মুখ থেকে বিচারপতিদের সম্পর্কে এই ধরনের মন্তব্য বড় প্রশ্ন তুলে দিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। অনেকে আবার এটাও বলছেন, মদন মিত্র একজন জনপ্রতিনিধি হিসেবেই যদি বিচারপতিদের সম্পর্কে এইরকম মন্তব্য করেন যে, তারা সঠিক বিচার করতে পারছেন না, সেখানে সাধারণ মানুষ বিচারব্যবস্থার উপর ভরসা রাখবেন কি করে! তাহলে তো পরোক্ষে মদনবাবু বিচার ব্যবস্থাকে অমান্য করছেন!

বিরোধীদের দাবি, গণতন্ত্রের সবকটা স্তম্ভকেই ধীরে ধীরে বিলুপ্তির পথে, ধ্বংসের পথে এগিয়ে দিতে চাইছে রাজ্য সরকার। গণতন্ত্রের হত্যা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেকদিন আগেই হয়ে গিয়েছে। এখন রাজভবনের সামনে ধরনা দেওয়ার কথা বলে রাজ্যপালকেও অমান্য করেছেন মুখ্যমন্ত্রী। আর এবার তার বিধায়কের দ্বারা বিচার ব্যবস্থাতেও আঘাত আনা হলো। যা ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ বলেই দাবি তাদের।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যের ক্ষমতায় যে দল রয়েছে, সেই দলের বিধায়কের মুখ থেকে এই ধরনের মন্তব্য মোটেই শোভা পায় না। হয়তো কেন্দ্রীয় সংস্থাকে কটাক্ষ করেই বাংলার বিচারকদের নিয়ে এই মন্তব্য করেছেন মদনবাবু। কিন্তু একটি আইনগত বিষয়ে কেন তিনি এইরকম মন্তব্য করবেন! কেন তিনি শ্লেষাত্মক বাক্য প্রয়োগ করবেন বিচারকদের উদ্দেশ্যে! আইন আইনের পথে চলবে বলে, যে দলের নেত্রী বড়াই করেন, তার ঘনিষ্ঠের মুখ থেকে এই ধরনের মন্তব্য কতটা যুক্তিযুক্ত! এবার কি মদনবাবুর এই মন্তব্যের জন্য চরম মাশুল চোকাতে হবে রাজ্যের প্রশাসনিক প্রধানকে! আরও ভয়াবহ ভাবে মুখ পুড়বে রাজ্য সরকারের! প্রশ্নটা তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!