এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নরেন্দ্র মোদীর “বাবা” তুলে কটুক্তি, মমতার দলের এ কোন শিষ্টাচার ! সমালোচনার ঝড় !

নরেন্দ্র মোদীর “বাবা” তুলে কটুক্তি, মমতার দলের এ কোন শিষ্টাচার ! সমালোচনার ঝড় !

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশের নাম “ভারত” করা নিয়ে বিতর্ক ক্রমশ উর্ধ্বমুখী। কেন্দ্রের পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা না করা হলেও বিরোধীরা আশঙ্কা করছে, “প্রেসিডেন্ট অফ ভারত” আমন্ত্রণপত্রে যেহেতু ভারতের নাম রয়েছে, তাই আগামী দিনে দেশের নাম “ভারত” করা হতে পারে। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তার “বাবা” তুলে ধরে কটুক্তি করতে দেখা গেল তৃণমূলের বর্ষীয়ান বিধায়ককে। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইতে শুরু করেছে রাজ্যজুড়ে।

প্রসঙ্গত, এদিন ইন্ডিয়া বনাম ভারতের বিতর্ক নিয়ে প্রতিবাদে নামেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “মেরা ভারত মহান, এটা তো মোদীর বাবা বলেননি। এটা দেশের কথা।” অনেকে বলছেন, একজন বর্ষীয়ান বিধায়ক রাজনৈতিক আক্রমণ করতেই পারেন। প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নিয়ে তার মতামত থাকতেই পারে, কিন্তু তাই বলে প্রধানমন্ত্রীর “বাবা” তুলে সম্বোধন করবেন, এটা কোন ধরনের রুচি! কোন ধরনের শিষ্টাচার মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিধায়কদের দিচ্ছেন! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সমালোচক মহল।

বিরোধীদের দাবি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পড়ানোর কথা বলেন, দেখে নেওয়ার হুমকি দেন, তার বিধায়কদের কাছ থেকে এই ধরনের মন্তব্যই তো কাম্য। তবে প্রধানমন্ত্রী তো দেশের প্রধানমন্ত্রী। তাকে ব্যক্তিগত আক্রমণ এতদিন অনেক করেছে বিরোধীরা। কিন্তু এবার যেভাবে তার বাবা তুলে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক, তা এককথায় নজিরবিহীন। রাজনীতিতে অন্তত এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলেই মনে করছেন সকলের।

পর্যবেক্ষকদের মতে, এখনও পর্যন্ত দেশের নাম বদল হয়নি। তার আগেই যদি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের এই ভাষা হয়, তাহলে তা ভবিষ্যতে কি আকার ধারণ করতে পারে! তা তো স্পষ্ট। তাহলে কি তারা মোদী ভয়ে জর্জরিত হতে শুরু করেছে! আর তা থেকেই বেরিয়ে পড়ছে কটুক্তি মূলক বাক্য! কেননা এর আগেও ইতিহাস প্রমাণ রয়েছে, যখনই যে দল ক্ষমতা থেকে সরে যাওয়ার চিন্তায় মশগুল হয়ে পড়ে, তখনই তারা বিরোধী দলের উদ্দেশ্যে ছুড়ে দেয় কটুক্তি। তাহলে কি এবার আগামী লোকসভায় বাংলায় ধুয়ে মুছে সাফ হওয়ার ভয়ে বিজেপির শক্তির কাছে মাথা নত করার ভয়ে এখন থেকেই মোদীকে ব্যক্তিগত স্তরের কুরুচিকর আক্রমণ করার খেলায় নেমে পড়লেন তৃণমূলের বর্ষিয়ান বিধায়করা? প্রশ্নটা তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!