এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > রামায়ণ, মহাভারত থেকে ভারতীয় সিনেমা নিয়ে কোন গোপন তথ্য ফাঁস করলেন ওবামা? জানলে চমকে যাবেন

রামায়ণ, মহাভারত থেকে ভারতীয় সিনেমা নিয়ে কোন গোপন তথ্য ফাঁস করলেন ওবামা? জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সম্প্রতি তাঁর আত্মজীবনী প্রকাশ করেছেন। তার আত্মজীবনীর নাম ‘A Promised Land’. এই আত্মজীবনী প্রকাশ হবার পর থেকেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে হইচই। প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন রাষ্ট্রপতি আত্মজীবনী সম্পর্কে জানতে উৎসুক সবাই। প্রসঙ্গত, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁর আত্মজীবনী দুই খণ্ডে প্রকাশ করেছেন। তবে তাঁর আত্মজীবনীর প্রথম খণ্ডের অনেকটাই জুড়ে রয়েছে ভারত। ভারতে প্রথম বারাক ওবামা এসেছিলেন 2010 সালে। তবে তাঁর আত্মজীবনীতে বারাক ওবামা জানিয়েছেন, ভারত সম্পর্কে তাঁর আগ্রহ তৈরি হয় ভারতের মহাকাব্য রামায়ণ ও মহাভারতের সূত্রে।

আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন, তিনি তাঁর ছোটবেলা ইন্দোনেশিয়ায় কাটিয়েছেন এবং সেখানেই তিনি রামায়ণ ও মহাভারতের গল্প শুনেছেন। প্রাচ্যের ধর্ম নিয়ে বরাবরই তাঁর আগ্রহ অসীম। ভারতের ধর্ম, রাজনীতি সবমিলিয়ে ভারত তাঁর মনে অন্যতম জায়গা করে নিয়েছে বলেই জানিয়েছেন বারাক ওবামা। ওবামা আরও জানিয়েছেন, তাঁর কলেজ জীবনে প্রচুর ভারতীয় ও পাকিস্তানি বন্ধু ছিল। তাঁদের কাছ থেকে মার্কিন রাষ্ট্রপতি অনেক কিছু শিখেছিলেন। ভারতীয় রান্না থেকে ভারতীয় সিনেমার প্রতিও আগ্রহও জন্মায় সেখান থেকেই। ওই আত্মজীবনীতে ওবামা আরও লিখেছেন, রামায়ণ-মহাভারতের পাশাপাশি বারাক ওবামার মনে ভারতের জায়গা তৈরি হয়েছে আরেকজন বিখ্যাত ব্যক্তির কারণে।

আর তিনি হলেন জাতির জনক মহাত্মা গান্ধী। এ প্রসঙ্গে বারাক ওবামা তাঁর বইতে লিখেছেন, ‘আব্রাহম লিংকন, মার্টিন লুথার, নেলসন ম্যান্ডেলার পাশাপাশি আমার ভাবনাচিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর অহিংস আন্দোলনের ধারা ব্রিটিশরাজকে টালমাটাল করে দিয়েছিল। তিনি শুধুমাত্র উপমহাদেশকে সাম্রাজ্যবাদ মুক্তই করেননি, গোটা বিশ্বকে এক নতুন পথ দেখিয়েছেন।’ এই বইতে বারাক ওবামা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও ভূয়শী প্রশংসা করেছেন। কেন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী পদে এসেছিলেন সে প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি তাঁর আত্মজীবনীতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতের জাতীয় রাজনীতিতে মনমোহন সিংয়ের সমকক্ষ কেউ নেই বলেই দাবি করেছেন বারাক ওবামা। পাশাপাশি ভারতের প্রাকৃতিক ও জনজাতির বৈচিত্রকেও খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন বারাক ওবামা তাঁর আত্মজীবনীতে। ভারতের বিশাল আয়তন, বিশাল জনসংখ্যা, 2000 জনগোষ্ঠী এবং সাতশোর বেশি ভাষা সম্বলিত ভারত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মনে বিশেষ জায়গা করে নিয়েছে বলে জানিয়েছেন ওবামা। এই আত্মজীবনীতে বারাক ওবামা তাঁর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম দফার শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেছেন এই বইতে।

পাশাপাশি এই আত্মজীবনীতে রয়েছে আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বার করার ঘটনা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বর্তমান বয়স 61। 57 বছর বয়সে তিনি অবসর নিয়ে ছিলেন। এরপর তিনি চাকরিও করেছেন বলে শোনা যায়। সম্প্রতি ডেমোক্র্যাট দলের প্রতিনিধি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দৌড়ে যিনি প্রথম হয়েছেন, সেই জো বাইডেনের হয়ে লাগাতার প্রচারে অংশ গ্রহণ করেছিলেন বারাক ওবামা। নিজের আত্মজীবনীতে সারা বিশ্বের নানান প্রসঙ্গে নিজের সুচিন্তিত মতামত ব্যাখ্যা করেছেন বারাক ওবামা। ভারতের রাজনৈতিক নেতা ও রাজনীতি সম্পর্কেও আলোকপাত করেছেন তিনি বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!