এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নিরাপত্তা প্রদানের পর বড় পুরস্কার বিজেপির! উজ্জীবিত রাজীব!

নিরাপত্তা প্রদানের পর বড় পুরস্কার বিজেপির! উজ্জীবিত রাজীব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপিতে নাম লেখান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই এবার তাকে ক্রমশ গুরুত্ব দিতে শুরু করলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বলা বাহুল্য, বিজেপি অত্যন্ত সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল হিসেবেই পরিচিত। এক্ষেত্রে কেউ দলে যুক্ত হলেই যে তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, এমনটা বিজেপিতে হয় না বলেই দাবি করেন দলের নেতাকর্মীরা।

কিন্তু বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করার সাথে সাথেই এবার তাকে কোর কমিটিতে যুক্ত করে নিল ভারতীয় জনতা পার্টি। যার মধ্যে দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বিজেপিতে অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর দলে যোগদান করার সাথে সাথেই তাকে বিজেপির পক্ষ থেকে এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসায় রীতিমত উজ্জীবিত সেই রাজীব বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পান রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এবার তাকে কোর কমিটিতে যুক্ত করে নেওয়া হল। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিল্লিতে বিজেপির পক্ষ থেকে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই শুভেন্দু অধিকারীর মত আমন্ত্রণ পান রাজীব বন্দ্যোপাধ্যায়। আর দুইদিন হল যোগ দিতে না দিতেই এভাবে তাকে গুরুত্বপূর্ণ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানোয় নিজের উচ্ছ্বাস আটকে রাখতে পারেননি প্রাক্তন এই তৃণমূল নেতা।

এদিন এই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “শনিবার দলে যোগ দিয়েছি। মাত্র তিন দিনের মধ্যে আমায় এত বড় একটা দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত, আপ্লুত। দায়িত্ব আরও বেড়ে গেল।” একাংশ বলছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যারা বর্তমানে তৃণমূল থেকে বিজেপিতে আসছেন, তাদের দলে গুরুত্বপূর্ণ জায়গা দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

এক্ষেত্রে তাদের হাত দিয়েই তৃণমূলের ভাঙ্গন এবং অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে গেরুয়া শিবির। আর সেই কারণেই দুদিন হল দলে যোগ দিতে না দিতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোর কমিটিতে নিয়ে তাকে আরও গুরুত্ব দেওয়ার বার্তা দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের অনেকে বলতে শুরু করেছেন, বিজেপির এবার পাখির চোখ বাংলা দখল। তাই তৃণমূল থেকে যারা বেরিয়ে আসছেন, তারা অভিযোগ করতে শুরু করেছেন যে, ঘাসফুল শিবিরে তারা কোনো সম্মান পাননি। সেক্ষেত্রে বিজেপিতে যোগ দিয়ে যদি সেই সমস্ত নেতাদের বিন্দুমাত্র সম্মান না দেওয়া হয়, তাহলে তারা বিদ্রোহী হয়ে উঠতে পারেন। তাই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই তাদের নির্বাচনের আগে প্রভূত দায়িত্ব দিতে শুরু করল ভারতীয় জনতা পার্টি।

আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই সেই সমস্ত নেতারা যে আরও জোরদার ভাবে বিজেপির হয়ে ময়দানে নেমে পড়বেন, তা বলাই যায়। সব মিলিয়ে নতুন দলে যোগ দেওয়ার দুই দিনের মধ্যেই কোর কমিটিতে যুক্ত হয়ে রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে দলে গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে এবার রাজীববাবু কতটা বিজেপিকে সফলতা এনে দিতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!